চলে গেলেন ঋতু গুহ
রবীন্দ্র সঙ্গীতের জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
রবীন্দ্র সঙ্গীতের জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকালে অবস্থার অবনতি হয়। বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আজ বালিগঞ্জের বাড়িতে শায়িত থাকবে তাঁর মরদেহ। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে। শুধু রবীন্দ্রসঙ্গীত না, শাস্ত্রীয় সঙ্গীতের জগতেও ঋতু গুহর ছিল অবাধ বিচরণ। রবীন্দ্র সঙ্গীতের টপ্পা আঙ্গিকের গানে স্বকীয়তার ছাপ রেখেছিলেন তিনি। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।