Rukmini Maitra: '১৪০ বছর পর আজ স্বপ্নপূরণের দিন', মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পর্দার 'বিনোদিনী' রুক্মিনীর...
Binodini Theatre: বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। এবার তা হতে চলেছে বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আবেগে ভাসলেন পর্দার বিনোদিনী তথা রুক্মিনী মৈত্র।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছর থেকেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের(Star Theatre) নাম! সন্দেশখালির সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'মা-বোনেদের সম্মান জানানোর জন্য আমাদের সিদ্ধান্ত'। স্টার থিয়েটারের নাম বদলে হতে চলেছে বিনোদিনী থিয়েটার (Binodini Theatre)। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আবেগে ভাসলেন পর্দার বিনোদিনী তথা রুক্মিনী মৈত্র (Rukmini Maitra)।
আরও পড়ুন- Debojyoti Mishra: হিন্দি টেলিসিরিয়ালে দেবজ্যোতি মিশ্রের সুরে গান, কন্ঠে প্রান্তিক-শালিনী...
আগামী বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা ‘বিনোদিনী’কে নিয়ে তৈরি ছবি। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন রুক্মিনী। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, “…১৪০ বছর ধরে সম্মানের জন্য এক নারীর যুদ্ধকে জিতিয়ে দিলেন আপনি। পাইয়ে দিলেন তাঁর প্রাপ্য সম্মান। এই উল্লেখযোগ্য সিদ্ধান্তের জন্য মাথা ঝুঁকিয়ে আপনাকে সম্মান জানাচ্ছি আমিও আমাদের গোটা ‘বিনোদিনী’র দল।"
রুক্মিনী আরও লেখেন, 'আজ স্বপ্নপূরণের দিন। আজ দীর্ঘ শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপ মুক্তির দিন। আজ নিজেকে ফিরে পাওয়ার দিন। আমরা যেমন স্বাধীনতার জন্য শতাধিক বছর ধরে লড়াই করেছিলাম, তেমনই বিনোদিনী দাসী নিজের প্রাপ্য সম্মানের জন্যে শতাধিক বছর ধরে লড়াই করে যাচ্ছেন। আজ প্রায় ১৪০ বছর পর আজ সেই স্বপ্ন পূরণের দিন। আজ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য নটি বিনোদিনীর স্বপ্নের স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটার। আর তা শুধুমাত্র হল আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য। প্রণাম দিদি। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সত্যিই স্বপ্ন পূরণের দিন। বিনোদিনী দাসীর লড়াই নিয়ে আমরা আসছি ২৩ শে জানুয়ারি ২০২৫, আপনার কাছের প্রেক্ষাগৃহে'।
আরও পড়ুন- Sohini Sarkar: 'রোজের সঙ্গী'! চোখের জল বাঁধ মানছে না সোহিনীর, হঠাত্ কী হল অভিনেত্রীর?
প্রসঙ্গত, এদিন দুপুরে কলকাতা থেকে সন্দেশখালিতে পৌঁছন তিনি। সভামঞ্চ থেকে বিভিন্ন সরকার প্রকল্পের সুবিধা তুলে দেন স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কলকাতায় একটা ঘোষণা করব। পয়লা জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন। খুবই বিখ্যাত। আমি মেয়রকে ইতিমধ্যেই বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। কারণ, এটাও এটাও একটা মা-বোনেদের সম্মান জানানোর জন্য আমাদের সিদ্ধান্ত'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)