Sohini Sarkar: 'রোজের সঙ্গী'! চোখের জল বাঁধ মানছে না সোহিনীর, হঠাত্‍ কী হল অভিনেত্রীর?

Sohini Sarkar: গত ১৫ জুলাই বিয়ে করেন সোহিনী ও শোভন। তাঁদের সুখী দাম্পত্যের ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গুছিয়ে সংসার করছেন সোহিনী। কিন্তু এরই মাঝে...

Updated By: Dec 30, 2024, 06:08 PM IST
Sohini Sarkar: 'রোজের সঙ্গী'! চোখের জল বাঁধ মানছে না সোহিনীর, হঠাত্‍ কী হল অভিনেত্রীর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) সঙ্গে ঘর বাঁধেন সোহিনী সরকার (Sohini Sarkar)। বিয়ের পর তাঁদের সুখী দাম্পত্যের ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গুছিয়ে সংসার করছেন সোহিনী। কিন্তু এরই মাঝে রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যায় অঝোরে কেঁদে চলেছেন অভিনেত্রী। একেবারে চোখের জলে নাকের জলে একাকার অবস্থা। 

আরও পড়ুন- Asha Bhonsle: ৯১ বছর বয়সেও 'আশা' ম্যাজিক অব্যাহত! মঞ্চে ভিকি কৌশলের 'তওবা তওবা'র হুকস্টেপে মাতলেন কিংবদন্তি...

ঘরোয়া পোশাকেই দেখা যায় সোহিনীকে। এলোমেলো চুল, আলগা করে ছেড়ে দেওয়া। অভিনেত্রীর দুচোখ থেকে জল গড়িয়ে পড়ছে। চোখের জল মুছতে মুছতে অভিনেত্রী বলেন— “কল মনে হচ্ছে, চোখ নয়।” হঠাত্‍ কেন এই কান্না? না! অন্য কোনও দুঃখ কষ্ট নয়, মূলত, শ্বশুরবাড়িতে পেঁয়াজ কাটতে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে সোহিনীর। রোজই নাকি এই হাল হয় তাঁর। 

সোহিনীর অবস্থা দেখে নেটিজেনদের অনেকে পেঁয়াজ কাটার নানা কৌশল জানিয়েছেন। এক অনুরাগী লেখেন, “তোমার বরকে বলো ভিডিও না করে একটু হেল্প করে দিতে।” কেউ লেখেন, “পেঁয়াজ কাটার আগে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখবেন এই প্রবলেমটা আর হবে না।” অন্য এক ব্যক্তি লেখেন, “প্রথমে ভাবলাম কষ্টে কাঁদছ।”

তালমার রোমিও জুলিয়েটের পর আর পর্দায় দেখা যায়নি সোহিনীকে। বছরের প্রথমেই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'অমরসঙ্গী'। বিক্রমের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। 

আরও পড়ুন- Gal Gadot: 'আমি শুধু বাঁচতে চেয়েছিলাম'! আট মাসের গর্ভাবস্থায় মৃত্যু মুখে ওয়ান্ডার ওম্যান...

প্রসঙ্গত, মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। তাঁদের প্রেম নিয়ে তৈরি হয় হাজারও জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে গায়ক শোভনের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন সোহিনী। গত ১৫ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। আপাতত চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.