Madhya Pradesh: ঘুমের মধ্যে ঝলসে মৃত দুই শিশু-সহ দম্পতি! মর্মান্তিক মৃত্যুতে হাহাকার...

Madhyapradesh Fire: বাড়ির সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় দম্পতি এবং তাঁদের দুই সন্তান দমবন্ধ হয়ে ঝলসে মারা যায়।

Updated By: Dec 21, 2024, 12:30 PM IST
Madhya Pradesh: ঘুমের মধ্যে ঝলসে মৃত দুই শিশু-সহ দম্পতি! মর্মান্তিক মৃত্যুতে হাহাকার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের দেওয়াসের নয়নপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, আবাসনের গ্রাউন্ড ফ্লোরে একটি দুধের ডেয়ারি আছে। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওই আগুন ক্রমে দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়ে। 

পুলিস আধিকারিক জানিয়েছে, ঘটনাটি ঘটে ভোর ৪.৪৫ নাগাদ। সেই সময় বাড়ির সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় দম্পতি এবং তাঁদের দুই সন্তান দমবন্ধ হয়ে ঝলসে মারা যায়।

আবাসনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল এবং পুলিস। আগুন নিভিয়ে শুরু হয় উদ্ধারকাজ। আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দুধের দোকানে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। একটি বিশেষ দল আগুনের প্রকৃত কারণ অনুসন্ধান করছে। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ৩৫ বছরের দীনেশ কার্পেন্টার, তাঁর স্ত্রী গায়ত্রী (৩০), ১০ বছরের মেয়ে ঈশিকা এবং সাত বছরের ছেলে চিরাগ। এবং তারাই ডেইরি অপারেটর ছিলেন। 

আরও পড়ুন:West Medinipur: ভয়ংকর! সাতসকালে প্রকাশ্যে কাকাকে কুড়ুল দিয়ে কোপাল...

উল্লেখ্য, শুক্রবার সাতসকালে রাজস্থানের জয়পুরে ভয়ংকর অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, পেট্রোল পাম্পের কাছে এলপিজি ট্রাক এবং রাসায়নিক বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। তারপরেই বীভত্‍স অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।

জয়পুর-আজমের মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখেন, 'রাজস্থানের জয়পুর-আজমের হাইওয়েতে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। স্থানীয় প্রশাসন তাদের সহায়তা করছে। প্রভাবিত।'

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২লক্ষ এবং আহতদের জন্য ৫০হাজার টাকা অনুমোদন ঘোষণা করেছেন। ঘটনাটি ঘটে, ভোর ৫.৩০ টার দিকে। জানা গিয়েছে, আজমের রোডে একটি পেট্রোল পাম্পের কাছে তরল রাসায়নিক বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার অন্য কয়েকটি ট্রাক ও গাড়িতে ধাক্কা মারে। তারপরে রাসায়নিক বোঝাই ট্রাকটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা এলপিজি বোঝাই ট্রাকেও ধাক্কা মারে। সেখান থেকেই ভয়ংকর অগ্নিকাণ্ড।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.