সঈফের বিরুদ্ধে `কঠিন` চার্জ গঠনের ইঙ্গিত পুলিসের

অনাবাসী ভারতীয় ইকবালকে মেরে নাক ভেঙ্গে দেওয়ার পরে গ্রেফতার হন সঈফ। তাঁর সঙ্গে গ্রেফতার হন ব্যাবসায়ী শকিল লাডাক এবং প্রযোজক বিলাল আরমোহি। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই ব্যক্তিগত ৩ হাজার টাকায় জামিন পান তিনি। এর পর শুক্রবার গুঞ্জন শোনা যাচ্ছে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে `কঠিন` চার্জ গঠন করবে পুলিস।

Updated By: Feb 24, 2012, 09:50 PM IST

অনাবাসী ভারতীয় ইকবালকে মেরে নাক ভেঙ্গে দেওয়ার পরে গ্রেফতার হন সঈফ। তাঁর সঙ্গে গ্রেফতার হন ব্যাবসায়ী শকিল লাডাক এবং প্রযোজক বিলাল আরমোহি। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই ব্যক্তিগত ৩ হাজার টাকায় জামিন পান তিনি। এর পর শুক্রবার গুঞ্জন শোনা যাচ্ছে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে `কঠিন` চার্জ গঠন করবে পুলিস।
বুধবার তাজ হোটেলের একটি জাপানি রেসতোরাঁয় গার্লফ্রেন্ড করিনা, তাঁর দিদি করিশ্মা, বন্ধু অভিনেত্রী মালাইকা আরোরা খান এবং অমৃতা আরোরা সহ আরও বেশ কিছু বন্ধুদের সঙ্গে নৈশভোজে যান সঈফ। সপরিবারে ইকবালও সেখানে উপস্থিত ছিলেন সঈফ`এর টেবিলের পাশেই। সঈফের টেবিলে হইচইতে অসন্তোষ প্রকাশ করেন ইকবাল। নালিশ করলে সঈফ বারবার বলেন, "শান্তিতে বসতে চাইলে কোনও লাইব্রেরিতে চলে যান।"
এমনও জানা গিয়েছে, বচসাটি আসলে হয়েছিল অমৃতা আরোরা লাডাকের স্বামী শাকিলের সঙ্গে। সঈফ আলি খান তাঁদের মধ্যে এলে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরে নিরাপত্তারপক্ষীদের হস্তক্ষেপে তাঁদের ঝামেলা থামে। বচসা চলাকালীন সঈফ এক ব্যক্তির নাকে ঘুষি মারেন বলে অভিযোগ।
বুধবার সকালে কোলাবা পুলিস স্টেশনে সঈফ ও আরো দুজনের বিরুদ্ধে এফআইআর করেন ইকবাল। ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য ৩২৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। ৮ জন প্রত্যক্ষদর্শীর কথা ও সিসিটিভি`র ফুটেজ থেকে দেখে ঘটনার তদারকি করছে পুলিস।
এর আগে ২০০৮ সালে এক চিত্র সাংবাদিককে নিগ্রহের ঝামেলায় জরিয়ে পড়েছিলেন সঈফ। পরে ক্ষমা চাইলে আপস হয়।
মার্চে মুক্তি পেতে চলেছে সঈফ-করিনার ছবি `এজেন্ট বিনোদ`। ইতিমধ্যেই এই ছবির প্রথম ঝলক সাড়া ফেলেছে। এই ঘটনায় ফের লাইম লাইটে চলে এলেন সঈফ।

.