মুম্বইতে রানুকে ফ্ল্যাট দিয়েছেন সলমন? কী বললেন ভাইজান!
নিজেই মুখ খুললেন সলমন খান
![মুম্বইতে রানুকে ফ্ল্যাট দিয়েছেন সলমন? কী বললেন ভাইজান! মুম্বইতে রানুকে ফ্ল্যাট দিয়েছেন সলমন? কী বললেন ভাইজান!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/24/210319-ran.jpgis.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'ইন্টারনেট সেনসেশন' রানু মণ্ডলকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সলমন খান। মুম্বইতেই রানু মণ্ডলকে একটি বিলাসবহুল ফ্ল্যাট সলমন উপহার দিয়েছেন বলে শোনা যায়। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। বিষয়টি নিয়ে রানু মণ্ডল মুখ না খুললেও, এবার সত্যিটা সামনে আনলেন সলমন খান।
আরও পড়ুন : নিখিলের ঠোঁটে ঠোঁট, বিয়ের নতুন ভিডিয়ো শেয়ার করলেন নুসরত
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সলমন বলেন, রানু মণ্ডলকে কোনও ফ্ল্যাট তিনি উপহার দেননি। রানুকে ফ্ল্যাট ও গাড়ি উপহার দেওয়ার যে খবর সামনে এসেছে, তা পুরোপুরি মিথ্যে। যা তিনি করেননি, তাঁর কোনও সুনাম তিনি নিতে চান না বলে স্পষ্ট জানান সলমন। তবে এই দরনের খবর তাঁর কানেও এসেছে বলে জানান সলমন খান।
আরও পড়ুন : 'কবীর সিং' নিয়ে খোঁচা, অমিতাভ, শাহরুখকে নিয়ে বড় প্রশ্ন তুললেন শাহিদ
এদিকে হিমেশ রেশমিয়ার সঙ্গে প্লে ব্যাকের পর এবার দুর্গা পুজোর থিম সং রেকর্ড করলেন রানু মণ্ডল। কলকাতার আমরা সবাই ক্লাবের জন্যই পুজোর গান রেকর্ড করেন রানু।