এই বছর আমিরের দিওয়ালিতে পার্টিতে গেলেন না সলমন

নিজস্ব প্রতিবেদন: এই বছর বোন অর্পিতা খান শর্মা, ‘রেস থ্রি’ প্রযোজক রমেশ তৌরানি এবং সঞ্জয় দত্তের দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন সলমন খান। কিন্তু আমন্ত্রণ পাওয়ার পরেও আমির খানের পার্টিতে গেলেন না‌ তিনি! গত বছর দিওয়ালির সময়ে শহরে উপস্থিত ছিলেন না বলিউড ভাইজান সলমন। বিদেশে থাকা দরুণ কার পার্টিতে গেলেন না গেলেন সেই নিয়ে কারও মাথাব্যথাও ছিল না। কিন্তু এ বছর দিওয়ালিতে শহরে উপস্থিত থেকেও অন্যতম খান 'পারফেকশনিস্ট'-র বাড়িতেই গেলেন না! অথচ বিশেষ ৩ জনের দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। আমির খানের দিওয়ালি পার্টিতে কেন গেলেন না ভাইজান? প্রশ্ন উঁকিঝঁকি মারছিল দুই খান ভক্তদের মনে।

যদিও এমন জটিল প্রশ্নের উত্তর খুবই সহজ ছিল। সময় পাননি সলমন। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বলিউড সুপারস্টার আমির খানের দিওয়ালি পার্টিতে যাবেন বলে ভেবেওছিলেন সলমন। কিন্তু শুক্রবার রাতেই শ্যুটিংয়ের জন্য গ্রিস যাওয়ার কথা। তাছাড়া, মুম্বইয়ের বাইরে লোনাওয়ালাতে ‘বিগ বস’-এর উইকেন্ড এপিসোডের শ্যুটিংও রয়েছে। সেখানে তাড়াতাড়ি শ্যুটিং শেষ করে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শ্যুটিংয়ের জন্য গ্রিস যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন সল্লু। সময়ের অভাবেই এবারে আমিরের আবদার রাখতে পারলেন না বলেই জানা যাচ্ছে।

English Title: 
Salman khan gave aamir khan’s diwali bash a miss
News Source: 
Home Title: 

এই বছর আমিরের দিওয়ালিতে পার্টিতে গেলেন না সলমন

এই বছর আমিরের দিওয়ালিতে পার্টিতে গেলেন না সলমন
Yes
Is Blog?: 
No