মোদীর পরিচ্ছন্ন ভারত গঠনের আহ্বানে সাড়া দিলেন সাল্লু মিঞা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান'-এ হাত মেলালেন বলিউডি সুপারস্টার সলমন খান। মোদীর আমন্ত্রণে পরিচ্ছন্ন ভারত গঠনে অংশ নেবেন তিনিও।
![মোদীর পরিচ্ছন্ন ভারত গঠনের আহ্বানে সাড়া দিলেন সাল্লু মিঞা মোদীর পরিচ্ছন্ন ভারত গঠনের আহ্বানে সাড়া দিলেন সাল্লু মিঞা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/03/29658-salman-khan.jpg)
ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান'-এ হাত মেলালেন বলিউডি সুপারস্টার সলমন খান। মোদীর আমন্ত্রণে পরিচ্ছন্ন ভারত গঠনে অংশ নেবেন তিনিও।
Me & my Foundation accept the invite from our honourable Prime Minister for Swachh Bharat and will give our 100% for #MyCleanIndia
— Salman Khan (@BeingSalmanKhan) October 2, 2014
নরেন্দ্র মোদী এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের তাঁর 'স্বচ্ছ ভারত অভিযান'-এ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতকে বসবাসের জন্য আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলতে মোদী সবাইকে বছরে অন্তত ১০০ ঘণ্টা নিবেদন করার অনুরোধ জানিয়েছেন।
এর আগে আর এক বলিউড সুপারস্টার আমির খান ও টিনসেল টাউন বিউটি প্রিয়াঙ্কা চোপরাও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহন করেছিলেন।