হোয়াটসঅ্যাপে সলমনের জাল ছবি, ভুয়ো পোস্ট, পুলিসে অভিযোগ দায়ের 'বজরঙি ভাইজান'-এর

তিনি ঘৃণা করেন সেইসব মুসলিমদের যারা সমর্থন করেন নেতা তথা সাংসদ আসাউদ্দিন ওয়াসিকে। তিনি 'বজরঙি ভাইজান' সিনেমার নাম বদলে নিজের ইচ্ছামত দিয়েছেন 'খান ভাইজান'।

Updated By: Jul 9, 2015, 09:57 AM IST
হোয়াটসঅ্যাপে সলমনের জাল ছবি, ভুয়ো পোস্ট, পুলিসে অভিযোগ দায়ের 'বজরঙি ভাইজান'-এর

ওয়েব ডেস্ক: তিনি ঘৃণা করেন সেইসব মুসলিমদের যারা সমর্থন করেন নেতা তথা সাংসদ আসাউদ্দিন ওয়াসিকে। তিনি 'বজরঙি ভাইজান' সিনেমার নাম বদলে নিজের ইচ্ছামত দিয়েছেন 'খান ভাইজান'।

সলমন খানের নামে হোয়াটসঅ্যাপে এমনই দুটি পোস্ট ভাইরাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপে এই দুই জাল পোস্ট নিয়ে পুলিসে অভিযোগ দায়ের করলেন সলমন খান। সঙ্গে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া তাঁর একটা জাল ছবিও প্রিন্ট করে পুলিসের কাছে অভিযোগ হিসেবে জমা দিয়েছেন সল্লু। সল্লু ম্যানেজারের অভিযোগ, কেউ বা কারা পরিকল্পিতভাবে সলমনের ইমেজ খারাপ করার জন্য কাজ করেছেন।

পুলিস তদন্ত শুরু করেছে। তবে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। এদিকে, 'বজরঙি ভাইজান'-এ 'ভরদো ডোলি'গানের কপিরাইট নিয়ে আইনি নোটিস পেল ছবির প্রযোজক সংস্থা। 

.