Sohail Khan-Seema Khan Divorce: ভাঙতে চলেছে সোহেল-সীমার ২৪ বছরের সংসার, বিচ্ছেদের আবেদন দম্পতির

১৯৯৮ সালে সীমাকে বিয়ে করেন সোহেল খান (Sohail Khan)। বেশ কয়েক বছর ধরে তাঁরা আলাদা থাকছিলেন।

Updated By: May 13, 2022, 06:24 PM IST
Sohail Khan-Seema Khan Divorce: ভাঙতে চলেছে সোহেল-সীমার ২৪ বছরের সংসার, বিচ্ছেদের আবেদন দম্পতির

নিজস্ব প্রতিবেদন: বিবাহবিচ্ছেদের আবেদন করলেন সলমন খানের ভাই সোহেল খান (Sohail Khan) এবং তাঁর স্ত্রী সীমা খান (Seema Khan)। সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করলেন তাঁরা। 

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ে করেন সোহেল খান (Sohail Khan)। বেশ কয়েক বছর ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। ২৪ বছর সংসার করার পর অবশেষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন তাঁরা। শুক্রবার মুম্বইয়ের একটি আদালতে যান সোহেল খান (Sohail Khan) এবং তাঁর স্ত্রী সীমা খান (Seema Khan)। সেখানেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। দু'জনেই বিষয়টিকে গোপন রাখার চেষ্টা করেন। 

নেটফ্লিক্সের The Fabulous Lives of Bollywood Wives শোতে আগেই তাঁর এবং সোহেলের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলেছিলেন সীমা খান (Seema Khan)। তিনি জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতো নয়। এ নিয়ে তাঁদের কোনও আফশোষ নেই। তাঁদের কাছে সন্তানদের ভাল থাকাটাই আসল বিষয়।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.