ঘূর্ণিঝড় নিসর্গের দাপট, সলমনের পানভেলের বাগান বাড়ির কী অবস্থা দেখুন
ইউলিয়া শেয়ার করেন ছবি
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![ঘূর্ণিঝড় নিসর্গের দাপট, সলমনের পানভেলের বাগান বাড়ির কী অবস্থা দেখুন ঘূর্ণিঝড় নিসর্গের দাপট, সলমনের পানভেলের বাগান বাড়ির কী অবস্থা দেখুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/05/253868-salman-iulia.jpg)
নিজস্ব প্রতিবেদন : গত ৩ জুন মহারাষ্ট্রে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। ওইদিন দুপুর ১টা নাগাদ আলিগড়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। নিসর্গ আছড়ে পড়ার পর গোটা মুম্বই জুড়ে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। যার জেরে সলমন খানের পানভেলের বাগান বাড়িতেও পড়ে প্রভাব।
নিসর্গের প্রভাবে সলমনের পানভেলের বাগান বাড়ির কী অবস্থা হয়, এবার সেই ছবি শেয়ার করলেন ইউলিয়া ভন্তুর। ইউলিয়া নিজের ইস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যেখানে সলমনের বাগান বাড়ির বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেন তিনি। ঘূর্ণিঝড় দাপট দেখানোর পর পানভেলের বাগান বাড়ির কী অবস্থা হয়েছে,সেই ছবিই তুলে ধরেন ইউলিয়া।
দেখুন...
এদিকে লকডাউন শেষের পর মাত্র কয়েক ঘণ্টার জন্য পানভেল থেকে ব্যান্দ্রার বাড়িতে হাজির হন সলমন খান। পানভেল থেকে ব্যান্দ্রায় হাজির হয়ে বাবা সেলিম খান এবং মা সালমা খানের সঙ্গে দেখা করে তিনি ফের বাগান বাড়িতে ফিরে যান।