Saayoni 'যৌনকর্মী', Saumitra -র মন্তব্য বিজেপির ভাষা নয়: Samik

। দলের হয়ে ক্ষমা চাইলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সাফ জানালেন, এধরনের মন্তব্য দল সমর্থন করে না।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 29, 2021, 07:55 PM IST
Saayoni 'যৌনকর্মী', Saumitra -র মন্তব্য বিজেপির ভাষা নয়: Samik

নিজস্ব প্রতিবেদন : সায়নী ঘোষের উদ্দেশ্যে বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Saumitra Khan)র 'যৌনকর্মী' কটাক্ষ। দলের হয়ে ক্ষমা চাইলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সাফ জানালেন, এধরনের মন্তব্য দল সমর্থন করে না।

শুক্রবার  শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, ''সৌমিত্রর মন্তব্যকে দল সমর্থন করে না। এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য বলেও দল বিষয়টা এড়িয়ে যেতে পারে না''। এখানেই শেষ নয়, দলের তরফে ক্ষমা চেয়ে নেন শমীক। বলেন, ''এই ভাষা বিজেপির ভাষা নয়। যাঁরা এ সব বলছেন, দল তাঁদের বিষয়ে ভাবছে। আমি দলের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইছি।'' এদিকে শমীক ভট্টাচার্য ক্ষমা চাওয়ার পর, সায়নীর (Saayoni Ghosh) প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি Zee ২৪ ঘণ্টাকে জানান, ''আমি শমীক দা এবং BJP অন্যান্যদের ধন্যবাদ জানাচ্ছি। শমীকদার কথায় BJP-র প্রতি সম্মান বাড়ল। আশ্বস্ত বোধ করছি। আমি কোনও রাজনৈতিক দলে নেই। স্বাধীন মেয়ে, আমার যা পরিচিতি তা খেটে অর্জন করেছি। আমার মনে হয়, কেউ কোনও কথা বলতেই পারেন, তার জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। রাজনীতি মানে নোংরা, অভিনেত্রী মানে লাইনে কাজ করে, মানুষের এই ভাবনাটা আমাদেরই বদলানো উচিত।''

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের খণ্ডকোষে সভায়, সায়নী ঘোষ, দেবলীনা দত্তদের সম্পর্কে বলতে গিয়ে সৌমিত্র খাঁ তাঁদের যৌনকর্মী বলে আক্রমণ করেন। বলেছিলেন, ''আমি সায়নী ঘোষকে বলতে চাই, তোমরা এধরনের কথা বলছ, ধর্মতলায় বসে নাটক করছ। আমরা তো বলছি না, তোমরা যেদিন মসজিদে আজান পড়বে আমরা কিছু খারাপ কাজ করব। কিন্তু তৃণমূলের  চাকরের মত কিছু অভিনেতা-অভিনেত্রীরা বলছে দুর্গাপুজোর অষ্টমীর দিন গরুর মাংস খাওয়াবে। আমরা বলতে পারি, দেখুন যে যাঁর ধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের শিবলিঙ্গকে যাঁরা অপমান করেছে, আমাদের মা মনসাকে যাঁরা অপমান করে তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি।'' 

সৌমিত্র খাঁর এধরনের আক্রমণের জবাবে ফেসবুকে লম্বা পোস্ট দেন সায়নী ঘোষ। লেখেন...''সৌমিত্র বাবু, আপনার কষ্ট টা আমি বুঝি.. রাগে, শোকে আপনার ভারসাম্য হারানোটা খুবই স্বাভাবিক। আমি কে বা কি সেই সার্টিফিকেটটি আপনার কাছ থেকে নেব না...''

এদিকে BJP MP সৌমিত্র খাঁর মন্তব্যে শমীক ভট্টাচার্য ক্ষমা চাওয়ার পর কুণাল ঘোষ বলেন, ''শমীক সুবক্তা। আদর্শগত তফাৎ থাকতে পারে, তবে আমি বলব, শমীক যা করেছেন, তা ঠিক করেছেন।''

.