Sandhya Mukhopadhyay: মুক্তিযুদ্ধের সময়ে গণ আন্দোলনেও অবদান ছিল সন্ধ্যার, শোক প্রকাশ হাসিনার

মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়

Updated By: Feb 15, 2022, 10:48 PM IST
 Sandhya Mukhopadhyay: মুক্তিযুদ্ধের সময়ে গণ আন্দোলনেও অবদান ছিল সন্ধ্যার, শোক প্রকাশ হাসিনার

নিজস্ব প্রতিবেদন: গানের ভূবনেই শুধু আটকে থাকেননি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্য়ায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে উদ্বাস্তু মানুষদের পাশে দাঁড়াতে শিল্পীদের গণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন প্রবাদপ্রতিম এই শিল্পী। এমন এক মানুষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। এক শোকবার্তায় হাসিনা বলেছেন, উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের(Sandhya Mukhopadhyay) অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের(Bangladesh Liberation War) সময় পাক সেনার অত্যাচারে স্বভূমি ছেড়ে এপার বাংলায় আশ্রয় নিয়েছিলেন লাখ লাখ অসহায় বাঙালি। সেইসব অসহায় উদ্বাস্তু মানুষদের পাশে দাঁড়াতে অন্যান্য শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগ দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই সময় বহু দেশাত্মবোধক গানে ছিল তাঁর যাদু কন্ঠ। বাংলাদেশি সঙ্গীতশিল্পী সমর দাস স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র স্থাপন করেন। তাঁর পাশে দাঁড়াতেও একাধিক গান রেকর্ড করেন শিল্পী। বাংলাদেশে স্বাধীন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি উপলক্ষ্যে সন্ধ্যা গেয়েছিলেন 'বঙ্গবন্ধু তুমি ফিরে এলে'। স্বাধীন বাংলাদেশের প্রথম একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ঢাকার পল্টন ময়দানের অনুষ্ঠানে একমাত্র বিদেশি অতিথি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

আরও পড়ুন-Sandhya Mukhopadhyay Dies: সুরের আকাশে অস্তরাগ, প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্য়ায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কোভিড থেকে মুক্তি পেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন শিল্পী। কিন্তু সোমবার থেকেই তাঁর পেটে ব্যথা শুরু হয়। কমতে থাকে রক্তচাপ। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পথচলা থেমে যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.