বিতর্ক পিছু ছাড়ছে না মুন্নাভাইয়ের

ছাড়া পাওয়ার দিনক্ষণ ঘোষণা হলেও এখনও বিতর্ক পিছু ছাড়ছে না মুন্নাভাইয়ের। কালই অভিনেতার আইনজীবী হিতেশ জৈন জানিয়ে দেন সাতাশে ফেব্রুয়ারিই মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। তবে এরপরেই তৈরি হয় নয়া বিতর্ক। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাটিল জানিয়ে দেন মুন্নাভাইয়ের মুক্তি আসন্ন তবে দিনক্ষণ নিয়ে এখনও কিছুই ঠিক করেনি মহারাষ্ট্র সরকার। একই সুর শোনা গেল অতিরিক্ত ডিজি বিকে উপাধ্যায়ের গলাতেও। তিনি জানিয়ে দেন এবিষয়ে সরকারের তরফে কোনও নির্দেশ তাঁরা এখনও পাননি। এরপরেই অভিনেতার  ছাড়া পাওয়ার দিন নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Updated By: Jan 7, 2016, 10:17 AM IST
 বিতর্ক পিছু ছাড়ছে না মুন্নাভাইয়ের

ওয়েব ডেস্ক: ছাড়া পাওয়ার দিনক্ষণ ঘোষণা হলেও এখনও বিতর্ক পিছু ছাড়ছে না মুন্নাভাইয়ের। কালই অভিনেতার আইনজীবী হিতেশ জৈন জানিয়ে দেন সাতাশে ফেব্রুয়ারিই মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। তবে এরপরেই তৈরি হয় নয়া বিতর্ক। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাটিল জানিয়ে দেন মুন্নাভাইয়ের মুক্তি আসন্ন তবে দিনক্ষণ নিয়ে এখনও কিছুই ঠিক করেনি মহারাষ্ট্র সরকার। একই সুর শোনা গেল অতিরিক্ত ডিজি বিকে উপাধ্যায়ের গলাতেও। তিনি জানিয়ে দেন এবিষয়ে সরকারের তরফে কোনও নির্দেশ তাঁরা এখনও পাননি। এরপরেই অভিনেতার  ছাড়া পাওয়ার দিন নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

 

.