MS Dhoni Turns Santa Claus: কিংবদন্তি ক্রিকেটারের সান্টা সাজে চমক! চিনতে পারছেন ভুবনজয়ী ভারতীয়কে?
MS Dhoni Turns Santa Claus: সান্তা ক্লজ সেজে চমকে দিলেন এমএস ধোনি, নেটপাড়া ধোনিকে দেখে পুরো থ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Turns Santa Claus) চমকে দিলেন ক্রিস্টমাসের (Merry Christmas 2024) দিনে। পরিবারের মন জয় করতে একেবারে সান্তা ক্লজ সেজে চমকে দিলেন মাহি। সাক্ষী ধোনি ইনস্টাগ্রামে তাঁদের পরিবারের ক্রিসমাস উদযাপনের ছবি শেয়ার করেছেন। সেখানেই ধোনিকে সান্তা অবতারে দেখে নেটপাড়া চমকে গিয়েছে। ধোনির পরনে ছিল ক্লাসিক লাল-সাদা সান্তা স্যুট। মাথায় দিয়েছিলেন সান্তা টুপি, চোখে মেরি ক্রিসমাস গ্লাস, হাতে সাদা দস্তানা, পায়ে কালো চামড়ার গামবুট। আর সঙ্গে নকল লম্বা একগাল সাদা দাড়ি! ধোনির ছবি ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগেনি।
আরও পড়ুন: ধোনির বাড়িতে রমরমিয়ে অবৈধ কাজ, কিংবদন্তিকে আইনি নোটিস! তোলপাড় ভারতীয় ক্রিকেট
৩ আইসিসি ও ৫ আইপিএল ট্রফি জয়ী ধোনি ২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ধোনির হাতে এখন অখণ্ড অবসর। সুযোগ পেলেই তিনি পরিবার নিয়ে ঘুরতে চলে যান দেশ-বিদেশে। ধোনি নেটপাড়া থেকে বহু দূরে থাকেন। মোবাইল ফোনটিও সঙ্গে রাখেন না। ধোনির যাবতীয় আপডেট ভাইরাল ভিডিয়ো থেকেই পাওয়া যায়। আর নাহলে সাক্ষী যা শেয়ার করেন নেটপাড়ায়। আদৌ আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল অনুরাগীদের মনে। কারণ এক তো তাঁর বয়স! দ্বিতীয়ত মাহির অবসরের ভাবনা। তবে জল্পনার অবসান ঘটেছে গত ৩১ অক্টোবর। সকলকে স্বস্তির বার্তা দিয়ে চেন্নাই সুপার কিংস (CSK) ধোনিকে ধরে রাখে।
আরও পড়ুন: 'আগামী ২৪ ঘণ্টা কাম্বলির...' জানিয়ে দিলেন ডাক্তার, উপমুখ্যমন্ত্রীও নিলেন পদক্ষেপ!
সিএসকে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি টাকা), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজার (১৮ কোটি) সঙ্গেই ধোনিকে ধরে রেখেছে। যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি টাকা! ধোনি এক-দুই কোটি টাকা নয়, ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা। একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড়ও আনক্যাপড হয়ে গিয়েছে এই আইপিএলে! যদি কোনও ক্রিকেটার নিলাম মরসুমের পাঁচ বছর আগে কোনও আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট ম্যাচ, ওডিআই, টি২০ আন্তর্জাতিক) না খেলে থাকেন বা বিসিসিআই-এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে তিনি হয়ে যাবেন 'আনক্যাপড'। এই নিয়ম শুধুই ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। ২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। আগামী বছর তাঁর অবসরের পাঁচ বছর পূরণ হবে। কিন্তু আইপিএলের মেগা নিলাম হয়ে যাবে তার আগেই। ধোনি ‘আনক্যাপড’ হয়ে গেলেন। ৪ কোটি টাকায় তাকে ধরে রাখল সিএসকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)