পদ্মাবতীর জন্য হেনস্থার শিকার সঞ্জয় লীলা বনশালী
বিক্ষোভকারীদের হাতে হেনস্থা হতে হল পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে। আজ জুনাগড় দুর্গে পদ্মাবতী ছবির শুটিংয়ের সময় সেটে চড়াও রাজপুত কারনি সেনার সমর্থকেরা। মারধরের পাশাপাশি সঞ্জয়ের চুল ধরেও টানাটানি করে তারা। ভাঙচুর করা হয় শুটিংয়ের যন্ত্রপাতি। বিক্ষোভকারীদের অভিযোগ, ছবিতে বিকৃতভাবে উপস্থাপিত করা হয়েছে রানী পদ্মাবতীকে। ছবিতে আলাউদ্দিন খিলজি ও রানী পদ্মাবতীর প্রেমের দৃশ্য দেখানোতেও তাঁদের আপত্তি রয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
ওয়েব ডেস্ক: বিক্ষোভকারীদের হাতে হেনস্থা হতে হল পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে। আজ জুনাগড় দুর্গে পদ্মাবতী ছবির শুটিংয়ের সময় সেটে চড়াও রাজপুত কারনি সেনার সমর্থকেরা। মারধরের পাশাপাশি সঞ্জয়ের চুল ধরেও টানাটানি করে তারা। ভাঙচুর করা হয় শুটিংয়ের যন্ত্রপাতি। বিক্ষোভকারীদের অভিযোগ, ছবিতে বিকৃতভাবে উপস্থাপিত করা হয়েছে রানী পদ্মাবতীকে। ছবিতে আলাউদ্দিন খিলজি ও রানী পদ্মাবতীর প্রেমের দৃশ্য দেখানোতেও তাঁদের আপত্তি রয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
আরও পড়ুন- কেন সোশ্যাল মিডিয়ায় তিনি নেই, জানালেন রণবীর কাপুর
এদিকে, কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন সলমন খান। আজ যোধপুর আদালতে হাজিরা দেন সলমন, সোনালি বেন্দ্রে, নীলম এবং সইফ আলি খান। সলমনের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।