ইব্রাহিমকে সঙ্গে নিয়েই জলে নামলেন সারা, ভাইরাল হল ছবি
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন সারা আলি খান
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![ইব্রাহিমকে সঙ্গে নিয়েই জলে নামলেন সারা, ভাইরাল হল ছবি ইব্রাহিমকে সঙ্গে নিয়েই জলে নামলেন সারা, ভাইরাল হল ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/02/226570-sara-ali-khan-with-ibrahim-khan-together.jpg)
নিজস্ব প্রতিবেদন : ভাইয়ের সঙ্গে মলদ্বীপে বেড়াতে গিয়ে ইন্টারনেটে ঝড় তুললেন (Sara Ali Khan) সারা আলি খান৷ মলদ্বাপে বেড়াতে গিয়ে (Ibrahim Khan) ইব্রাহিম খানের সঙ্গে যখন জলে নামেন সারা, তখন সেই ছবি ভাইরাল হয়ে যায় হু হু করে৷ শুধু তাই নয়, জলে নামার পর সারা এবং ইব্রাহিম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেন, তা ছবি থেকেই বেশ স্পষ্ট৷
আরও পড়ুন : অর্জুনকে গাঢ় চুম্বন, এভাবেই নতুন বছর শুরু করলেন মালাইকা
দেখুন সেই ছবি...
খ্রিস্টমাসে (Saif Ali Khan) সইফ আলি খান এবং (Kareena Kapoor Khan) করিনা কাপুর খানের সঙ্গে পার্টির পর কেরলে পাড়ি দেন সারা৷ বন্ধুকে নিয়ে সারা কেরলের ছবি সামনে আসার পরই অভিনেত্রীর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন৷ কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলের শ্যুটিং থেকে সময় বের করেই বন্ধুর সঙ্গে কেরলে পাড়ি দেন সইফ-কন্যা৷
আরও পড়ুন : কুশলের শেষকৃত্যের পরই বিদেশে পাড়ি দিলেন স্ত্রী অড্রে
তবে শুধু কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েল নয়, বর্তমানে সারা ব্যস্ত লভ আজজকাল-এর রিমেকের শ্যুটিং নিয়ে৷ এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা৷ সম্প্রতি লভ আজকাল-এর রিমেকের ডাবিংয়ের জন্য মুম্বইয়ের একটি স্টুডিয়োতে হাজির হন সারা৷ সেখানে সারার সঙ্গে দেখা যায় কার্তিক আরিয়ানকেও৷