Pori Moni: বিচ্ছেদের ৮ মাস পর আচমকাই পরীমণির বাড়িতে প্রাক্তন রাজ, গলছে সম্পর্কের বরফ?
Pori Moni-Sariful Razz: একসময় বাবা রাজকে ছাড়া আর কারোর কোলঘেঁষা হতে চাইত না পূণ্য কিন্তু এখন আর বাবাকে চিনতেই পারে না সে। কারণ প্রায় ১ বছর ছেলের সঙ্গে দেখাও করেনি বাবা শরিফুল রাজ। পরীর সঙ্গে বিচ্ছেদের পর একে অপরের মুখও দেখেননি তাঁরা। এমনকী ছেলেকে দেখতেও আসেননি রাজ। তবে সম্প্রতি আচমকাই পরীর বাড়িতে এসে হাজির হন রাজ।
![Pori Moni: বিচ্ছেদের ৮ মাস পর আচমকাই পরীমণির বাড়িতে প্রাক্তন রাজ, গলছে সম্পর্কের বরফ? Pori Moni: বিচ্ছেদের ৮ মাস পর আচমকাই পরীমণির বাড়িতে প্রাক্তন রাজ, গলছে সম্পর্কের বরফ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/29/476824-porirazzcover.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বাংলাদেশের তারকা দম্পতি ছিলেন শরিফুল রাজ(Sariful Razz) ও পরীমণি(Pori Moni)। তাঁদের প্রেম, বিয়ে, সন্তান, বিচ্ছেদ সবসময় জায়গা করে নিয়েছে শিরোনামে। তাঁদের ডিভোর্স নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকী বিচ্ছেদের সময় মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছায় যে একে অপরের মুখও দেখতে চান না তাঁরা। পরবর্তী সময়ে সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমণি। রাজের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও সম্প্রতি নাকি পরীর বাড়িতে যান রাজ। শুধু তাই নয়, রাজকে রান্না করে খাইয়েওছেন পরী।
আরও পড়ুন- Ranojoy Bishnu| Mishmee Das: 'আমাদের ভুল হয়ে গেছে', মিশমির সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক রণজয়...
তাহলে কি বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন তাঁরা? পরীর দাবি তা আর সম্ভব নয়। তাহলে কেন আচমকা পরীর বাড়িতে পৌঁছে গেলেন অভিনেতা? এই প্রসঙ্গে পরী বলেন, ‘‘বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’
পরীমনি আরও বলেন, ‘কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।’ তিনি আরো বলেন, 'সব কথার শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।’
এইদিন রাজকে রান্না করে খাইয়েছেন পরীমণি। তাহলে কি সম্পর্কের বরফ গলছে রাজ ও পরীর মধ্যে? অভিনেত্রীর সাফ কথা ‘বরফ গলতেই পারত, কিন্তু সেটি চেষ্টা করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদে বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা-মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয়, সন্তানের মর্মই ও বোঝে না।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)