জিয়া খান মৃত্যুরহস্য: CBI-কে দ্রুত তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্ট
অভিনেত্রী জিয়া খানের মৃত্যু নিয়ে তদন্ত দ্রুত শেষ করার জন্য CBI কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১৩-র ৩ জুন নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় 'নিঃশব্দ' নায়িকাকে। প্রাথমিকভাবে জিয়া খান আত্মহত্যা করেছেন বলা হলেও মা রাবিয়া মেয়ের মৃত্যুকে 'খুন' বলে উল্লেখ করেন। দাবি করেন CBI তদন্তের। দাবি মোতাবেক ২০১৪-য় বোম্বে হাইকোর্টের নির্দেশে জিয়া খানের মৃত্যু তদন্তভার হাতে নেয় CBI।
Updated By: May 17, 2016, 02:11 PM IST
