'কুছ কুছ হোতা হ্যায়'-এর ছোট্ট সর্দারজিকে মনে আছে! বড় ঘোষণা করলেন পারজান

কুছ কুছ হোতা হ্যায়-এর ২২ বছরের পূর্তিতে শাহরুখের হাত ধরে দাঁড়িয়ে তাকতে দেখা যায় পারজান দস্তুরকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 28, 2020, 02:24 PM IST
'কুছ কুছ হোতা হ্যায়'-এর ছোট্ট সর্দারজিকে মনে আছে! বড় ঘোষণা করলেন পারজান
শাহরুখের সঙ্গে পারজান

নিজস্ব প্রতিবেদন : ​'কুছ কুছ হোতা হ্যায়'-এর ছোট্ট সর্দারজিকে মনে আছে! হ্যাঁ ঠিকই ধরেছেন, পারজান দস্তুরের কথাই বলা হচ্ছে। কুছ কুছ হোতা হ্যায় যখন মুক্তির পর ২২ বছর সময় পেরোচ্ছে, সেই সময় ওই সিনেমার তখনকার ছোট্ট সর্দারজি ঘোষণা করলেন বড় খবর।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পারজান দস্তুর জানান, তিনি এবার বিয়ে করছেন। দীর্ঘদিনের বান্ধবী ডেলনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পারজান। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ডেলনার সঙ্গে পারজান সাতপাকে বাঁধা পড়বেন বলে জানিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ছবিতে দেখা যাচ্ছে, ডেলনার সামনে হাঁটু মুড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বছর ২৮-এর পারজান। যদিও বেশ কয়েকদিন আগেই ডেলনাকে বিয়ের প্রস্তাব দেন পারজান। পুরনো সেই ছবি শেয়ার করেই নিজের বিয়ের ঘোষণা করেন এই অভিনেতা।

.