Dunki Screening at Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’র বিশেষ প্রদর্শনী, শাহরুখের ছবিকে করমুক্ত করার দাবি...
Shah Rukh Khan’s ‘Dunki’: ভারতে ১০০ কোটি পার করল শাহরুখের ছবি ‘ডাঙ্কি’। বিশ্বজুড়ে এই ছবির আয় ছাড়িয়েছে ২০০ কোটির গন্ডি। এবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ প্রদর্শনীতে দেখানো হল এই ছবি। যেহেতু গল্পে রয়েছে সামাজিক ইস্যু, তাই এই ছবি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শনের পরেই তাকে করমুক্ত করার দাবি তোলেন শাহরুখের ফ্যানেরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর দুরন্ত বক্স অফিস সাফল্যের পরে শাহরুখ খান বলেছিলেন এই দুটো ছবি তিনি দর্শকের জন্য করেছেন কিন্তু এর পরের ছবি তথা ‘ডাঙ্কি’(Dunki) তিনি করেছেন নিজের জন্য। কেন সে কথা বলেছিলেন কিং খান, তার আভাস পাওয়া গেছে ডাঙ্কিতেই। প্রথমবার শাহরুখ খানের(Shah Rukh Khan) সঙ্গে জুটি বেঁধেছেন রাজকুমার হিরানি(Rajkumar Hirani)। ছবি ঘিরে প্রথমদিন থেকেই মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। এবার এই ছবি প্রদর্শিত হল রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhavan)।
আরও পড়ুন- Dev: আস্তিনে কী লুকাচ্ছেন দেব? জন্মদিনে বড় ঘোষণা...
অভিবাসন ও শরনার্থী সমস্যা নিয়ে এই ছবির চিত্রনাট্য। চাকরির অভাবে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বেআইনিভাবেই চলে যায় মধ্যপ্রাচ্যের কোনও দেশে, ইউরোপ বা আমেরিকায়। তবে এখানেই শেষ নয়, সেখানে গিয়ে কীভাবে কাটাতে হয় তাঁদের দিন, কী ধরনের কাজ করতে হয় তাঁদের, সেই কাহিনীই উঠে এসেছে ডাঙ্কির গল্পে। যেহেতু গল্পে রয়েছে সামাজিক ইস্যু। তাই এই ছবি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শনের পরেই তাকে করমুক্ত করার দাবি তোলেন শাহরুখের ফ্যানেরা।
ক্রিসমাসেই ২০০ কোটি পার করল শাহরুখের ডাঙ্কি। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় যে এযাবৎ ডাঙ্কির টোটাল কালেকশন ২১১.১৩ কোটি টাকা। রবিবার প্রযোজনা সংস্থা রেড চিলিজের তথ্য অনুযায়ী ৪ দিনে এই ছবির বিশ্বব্যাপী ব্যবসা হয়েছিল ১৫৭.২২ কোটি টাকা। ভারতে এই ছবির প্রথমদিনের আয় ছিল ২৯.২ কোটি টাকা, দ্বিতীয়দিনে ২০.১২ ও তৃতীয়দিনে এই ছবির আয় ২১ কোটি, চতুর্থদিনে এই ছবির আয় ৩১.৫০ কোটি টাকা। সবমিলিয়ে চার দিনে এই ছবির ভারতে আয় ১০৬.৪৩ কোটি টাকা।
আরও পড়ুন- Ranbir-Alia | Raha: রাজ কাপুরের সঙ্গে চোখের অদ্ভুত মিল! প্রকাশ্যে রণবীর-আলিয়ার মেয়ে রাহার ছবি...
প্রসঙ্গত, শরনার্থী সমস্যা নিয়ে তৈরি রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। জওয়ান ও পাঠান ছবির পর একেবারে অন্য অবতারে ডাঙ্কিতে দেখা গেছে শাহরুখ খানকে। হার্ডি ও তাঁর দুই বন্ধুর ইংল্যান্ডে বেআইনি অনুপ্রবেশ নিয়েই কাহিনী আবর্ত হয়েছে। এই ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা যায় তাপসী পান্নুকেও।এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যায় ভিকি কৌশল ও বোমান ইরানিকে। লন্ডন, কানাডা, তুরস্ক থেকে শুরু করে কাশ্মীরে শ্যুটিং করেছেন তাঁরা। প্রথমদিন থেকেই দর্শকের মনে ঝড় তুলেছিল টিজার ও ছবির গান। এরপর ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘ডাঙ্কি’। ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)