ভক্তদের জন্য ডিজিটাল থ্রি ডি ফেস স্ক্যানিং করলেন শাহরুখ

মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাপি নিউ ইয়ারের প্রচার নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যেও লস এঞ্জেলসে ভক্তদের জন্য ডিজিটাল থ্রিডি ফেস স্ক্যান করলেন শাহরুখ।

Updated By: Oct 31, 2014, 01:07 PM IST
ভক্তদের জন্য ডিজিটাল থ্রি ডি ফেস স্ক্যানিং করলেন শাহরুখ

ওযেব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাপি নিউ ইয়ারের প্রচার নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যেও লস এঞ্জেলসে ভক্তদের জন্য ডিজিটাল থ্রিডি ফেস স্ক্যান করলেন শাহরুখ।

এর মধ্যেই বক্সঅফিসে ব্যবসায় আগের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার। এই ডিজিটাল থ্রিডি ফেস স্ক্যানিংয়ে বিভিন্ন অবতারে দেখা যাবে শাহরুখকে। ব্যস্ততার মাঝেও এই শুটের জন্য দু'দিন সময় বের করেন কিং খান। প্রচুর আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে এই শুট। লস এঞ্জেলসের যেই স্টুডিওতে শাহরুখ শুটিং করেন তার প্রোডিউসর কে আরটিউনন জানান, "শাহখরুকে দেখে আমি অনুপ্রাণিত। ওর সঙ্গে কাজ করতে পেরে আমার টিম অভিভূত। ওর পেশাদারিত্ব, ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করেছে। প্রযুক্তি নিয়ে ওর উত্সাহও দেখার মতো। ওর মতো মেগাস্টারের সঙ্গে কাজ করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি।"

 

.