বেলি ডান্সের জন্য Shahrukh কন্যার স্কার্ট ধার করলেন Shanaya Kapoor
অভিনেত্রী নিজেই তাঁর বেলি ডান্সের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তবে শানায়ার এই পোস্টে নজর কেড়েছে তাঁর ক্যাপশান।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![বেলি ডান্সের জন্য Shahrukh কন্যার স্কার্ট ধার করলেন Shanaya Kapoor বেলি ডান্সের জন্য Shahrukh কন্যার স্কার্ট ধার করলেন Shanaya Kapoor](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/05/305036-546875464709.jpg)
নিজস্ব প্রতিবেদন: পরনে সাদা লং স্কার্ট, সঙ্গে ক্রপ টপ। বেলি ডান্সে নেট দুনিয়ায় ঝড় তুললেন সঞ্জয় কাপুর কন্যা শানায়া। অভিনেত্রী নিজেই তাঁর বেলি ডান্সের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তবে শানায়ার এই পোস্টে নজর কেড়েছে তাঁর ক্যাপশান।
শানায়া কাপুর লিখেছেন, ''সঞ্জনা মথরেজার সঙ্গে কিছু অন্যরকম করার চেষ্টা। তোমার স্কার্টটা পরতে দেওয়ার জন্য ধন্যবাদ সুহানা।'' শানায়ার এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে তিনি শাহরুখ কন্যার স্কার্টটি ধার করে পরেছিলেন।
শাহরুখ কন্যার সঙ্গে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার বন্ধুত্বের কথা অনেকেরই জানা। প্রায়ই সুহানা, শানায়া এবং অন্যন্যাদের একসঙ্গে পার্টি করতে দেখা যায়। আবার সুহানার বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেন শানায়। সুহানা-শানায়ার বন্ধুত্ব বেশ মধুর। তাই কাছের বন্ধুর স্কার্ট ধার করে পরতে দ্বিধা করলেন না সঞ্জয় কাপুরের মেয়ে।
আরও পড়ুন-তিক্ততা ভুলে এক ফ্রেমে Jaya-Mithila
শানায়ার পোস্ট থেকে বোঝা যাচ্ছে তিনি সঞ্জনা মথরেজার কাছে বেলি ডান্স শিখছেন। প্রসঙ্গত, এই একই শিক্ষকের কাছে বেলি ডান্স শেখেন শানায়ার জ্যাঠুর মেয়ে জাহ্নবী কাপুর। তাঁকেও বেশ কয়েকবার বেলি ডান্সের ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে।