মদ্যপ কপিল শর্মার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিনেত্রীর, ক্ষমা চাইলেন 'কমেডি কিং'
পার্টিতে অভিনেতা-তথা কমেডি অ্যাঙ্কর কপিল শর্মার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মারাঠি অভিনেত্রী। দীপালি সায়াদ নামের সেই অভিনেত্রীর অভিযোগ মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেন কপিল। শুধু তাই নয় কাজলের অভিনেত্রী বোন তানিশাকেও সেই পার্টিতে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
ওয়েব ডেস্ক: পার্টিতে অভিনেতা-তথা কমেডি অ্যাঙ্কর কপিল শর্মার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মারাঠি অভিনেত্রী। দীপালি সায়াদ নামের সেই অভিনেত্রীর অভিযোগ মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেন কপিল। শুধু তাই নয় কাজলের অভিনেত্রী বোন তানিশাকেও সেই পার্টিতে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
আন্তর্জাতিক মারাঠি চলচ্চিত্র উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এক প্রমোদতরী বা ক্রুজের উপর। অভিযোগ পুরস্কার বিতরণী শেষে পার্টিতে মদ্যপ কপিল মহিলাদের উদ্দেশ্যে খারাপ ব্যবহার শুরু করেন। এমনও বলা হয়েছে কপিল বেশ কিছু মহিলাকে কু প্রস্তাবও দেন। এক মারাঠি অভিনেতা গিয়ে কপিলকে কোনওমতে সেখান থেকে বের করে নিয়ে যান। কপিল পুরো ঘটনার জন্য টুইটারে ক্ষমা চেয়ে নেন।
I fall, I rise, I make mistakes, I live, I learn, I've been hurt but I am alive.i am human, I am not perfect but I am thankful :)
— KAPIL (@KapilSharmaK9) November 3, 2015