পাশের বাড়ির মেয়ে থেকে শ্রদ্ধা এখন সেক্সি বসন্তি
আশিকি টু-র পাশের গ্ল্যামারহীন পাশের বাড়ির মেয়ে আরুশি, বা হায়দরের সাংবাদিকের চরিত্র থেকে বেরিয়ে এবার হট অবতারে শ্রদ্ধা কপূর। উঙ্গলি ছবিতে তাঁর আইটেম নম্বর ডান্স বসন্তি চমকে দিয়েছে দর্শকদের।
![পাশের বাড়ির মেয়ে থেকে শ্রদ্ধা এখন সেক্সি বসন্তি পাশের বাড়ির মেয়ে থেকে শ্রদ্ধা এখন সেক্সি বসন্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/29/30562-shraddhabasanti.jpg)
ওয়েব ডেস্ক: আশিকি টু-র পাশের গ্ল্যামারহীন পাশের বাড়ির মেয়ে আরুশি, বা হায়দরের সাংবাদিকের চরিত্র থেকে বেরিয়ে এবার হট অবতারে শ্রদ্ধা কপূর। উঙ্গলি ছবিতে তাঁর আইটেম নম্বর ডান্স বসন্তি চমকে দিয়েছে দর্শকদের।
একটি সংবাদ সংস্থাকে শ্রদ্ধা জানিয়েছেন, আমি জানি না এটাকে আইটেম সঙ বলা উচিত্ না প্রোমোশনাল সঙ, তবে হ্যাঁ, আমি অন্যরকম কিছু করলাম। করণ(জোহর) গানটা আমাকে অফার করেই বলেছিলেন তোমাকে এমন ভাবে আগে কেউ দেখেনি। গানটা খুবই গ্ল্যামারাস। আমি তখনই উত্তেজনায় ওকে কথা দিয়ে দিই। পরে গানটা শুনে আরও উত্তেজিত হয়ে পড়েছিলাম।
করণ জোহর প্রযোজিত, রেনসিল ডি'সিলভা পরিচালিত ছবিতে অভিনয় করেছেন ইমরান হাসমি ও কঙ্গনা রওনাত। ডান্স বসন্তি কোরিওগ্রাফ করেছেন বস্কো-সিজার।
দেখুন ডান্স বসন্তি,