নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে রণবীর-আলিয়ার সম্পর্ক যতই চর্চায় থাকুক না কেন, একসময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রেম নিয়েও কম আলোচনা হয়নি। বলিউডে নিজের প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার'-এ একসঙ্গে প্রথম কাজ করেছিলেন আলিয়া-সিদ্ধার্থ। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল বলে শোনা যায়। তবে ঠিক কেন ভেঙে গিয়েছিল তাঁদের সম্পর্ক? এবিষয়ে অবশ্য এতদিন চুপই ছিলেন সিদ্ধার্থ ও আলিয়া দুজনেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সম্প্রতি করণ জোহরের টক শো 'কফি উইথ করণ'-এ অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বেঁধে হাজির ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখানেই প্রাক্তন আলিয়াকে নিয়ে মুখ খোলেন তিনি। করণ জোহর নিজেই সিদ্ধার্থকে আলিয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করেন। সিদ্ধার্থ উত্তরে বলেন, ''বিচ্ছেদের পরে আমি আর আলিয়া কখনও আলাদা করে দেখা করিনি। আমি মনে করিনা আমাদের সম্পর্কটা এক্কেবারে তিক্ত, এটা এক্কেবারে সাধারণ একটি বিষয়। আমি ওর (আলিয়া) সঙ্গে প্রেম করার আগে থেকেই ওকে চিনতাম। আমি আমার প্রথম শট দিয় আলিয়া সঙ্গে, এটা একটা ইতিহাস।''


আরও পড়ুন-এই ইদে বিয়ে করছেন সলমন-ক্যাটরিনা?



আরও পড়ুন-লিফটের সঙ্গে দাঁড়িয়ে থাকা ইনায়ার সঙ্গে এমনটাই করলেন করিনা


করণ সিদ্ধার্থকে প্রশ্ন করে আলিয়ার সঙ্গে পুরনো প্রেম, আবেগ ভুলে কেরিয়ারে এগিয়ে যাওয়া তাঁর কাছে কতটা কঠিন? সিদ্ধার্থ এর উত্তরে বলেন, ''দুই ব্যক্তি একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন এর পিছনে কারণ থাকে। সম্পর্কের মধ্যে অনেক চড়াই উতরাই থাকে। যখন মানুষ এগুলির মধ্যে থেকে নিজেকে বের করে আনতে পারে, তখন শুধু ভালো স্মৃতিই থেকে যায়।''