Jubin Nautiyal : দুর্ঘটনায় গুরুতর জখম, অস্ত্রোপচারের পর কেমন আছেন জুবিন?
১ ডিসেম্বর, বৃহস্পতিবার আবাসনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। তাঁর ডান হাতের অস্ত্রোপচারও হয়েছে। এখন কেমন আছেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক জুবিন নটিয়াল। জানা যাচ্ছে অস্ত্রোপচারের পর শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জুবিন নটিয়াল।
Jubin Nautiyal, Accident, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : ১ ডিসেম্বর, বৃহস্পতিবার আবাসনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। তাঁর ডান হাতের অস্ত্রোপচারও হয়েছে। এখন কেমন আছেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক জুবিন নটিয়াল। জানা যাচ্ছে অস্ত্রোপচারের পর শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জুবিন নটিয়াল।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে জুবিন নটিয়াল লেখেন, 'আপনাদের প্রার্থনা আশীর্বাদের জন্য ধন্যবাদ, ঈশ্বর আমার উপর নজর রেখেছেন, আমাকে বড় কোনও ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা, প্রার্থনার জন্য ধন্যবাদ। '
জুবিন নটিয়ালের এই পোস্টে ব়্যপার বাদশা, লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাই'। এছাড়াও দিয়া মির্জা, সিদ্ধান্ত কাপুর, তুলসী কুমার, কণিকা কাপুর সহ অনেকেই জুবিনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ১ ডিসেম্বর বৃহস্পতিবারই আবাসনের সিঁড়ি থেকে পড়ে যান জুবিন। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গায়ককে। হাসপাতাল সূত্রে খবর মেলে, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ডান হাতের কনুই ভেঙে গিয়েছে জুবিন নটিয়ালের। বুকের পাঁজরে চিড় ধরেছে, এমনকি মাথাতেও আঘাত লেগেছে। যদিও গায়কের মাথার আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে তাঁর ডান হাতের বাহুতে অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকরা আপাতত জুবিনকে ডান হাতটি কোনওভাবেই ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ডান হাতের কনুই ভেঙে গিয়েছে জুবিন নটিয়ালের। বুকের পাঁজরে চিড় ধরেছে, এমনকি মাথাতেও আঘাত লেগেছে। যদিও গায়কের মাথার আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর ডান হাতের বাহুতে অস্ত্রোপচার করাতে হয়েছে বলেও খবর । চিকিৎসকরা আপাতত জুবিনকে ডান হাতটি কোনওভাবেই ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।