গান ধরলেন বাবা আগম কুমার নিগম, সঙ্গতে Sonu Nigam, জমে উঠেছিল সঙ্গীতের আসর

সেই সুন্দর মুহূর্তের কিছু ঝলক উঠে এসেছে গায়ক সোনু নিগমের ইনস্টাগ্রাম পেজে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 25, 2021, 02:45 PM IST
গান ধরলেন বাবা আগম কুমার নিগম, সঙ্গতে Sonu Nigam, জমে উঠেছিল সঙ্গীতের আসর

নিজস্ব প্রতিবেদন : গান গাইছেন বাবা আগম কুমার নিগম (Agam Kumar Nigam), আর হারমোনিয়াম  নিয়ে সঙ্গতে ছিলেন ছেলে সোনু নিগম (Sonu Nigam)। জমে উঠেছিল নিগম পরিবারে সঙ্গীতের আসর। সেই সুন্দর মুহূর্তের কিছু ঝলক উঠে এসেছে গায়ক সোনু নিগমের ইনস্টাগ্রাম পেজে।

সোনু নিগমের  (Sonu Nigam) বাড়িতে গানের ঘরোয়া আড্ডায় শুধু সোনু নিগম ও তাঁর আগম কুমার নিগম নন, দেখা গেল সঙ্গীতের জগতের আরও কয়েকজন নক্ষত্রকে। ছিলেন ভজন সম্রাট অনুপ জালোটা (Anup Jalota), গায়ক তালাত আজিজ (Talat Aziz), সমীর দাতে (Sameer Date) ও তাঁর স্ত্রী দীপালি সোমাইয়া (Deepali Somaiyya) সহ আরও বেশ কয়েকজন। এই মুহূর্তটি লেন্সবন্দি করার জন্য তানাজ বন্দুকওয়ালা(Tannaz Bandukwalla)কে নিজের পোস্টে ধন্যবাদ জানিয়েছেন সোনু। 

আরও পড়ুন-Indraneil-কে আনফলো করলেন Barkha, ভাঙছে ১৩ বছরের দাম্পত্য?

তবে শুধু একটা গান নয়, এদিন আগম কুমার নিগমের (Agam Kumar Nigam) গলায় শোনা গেল 'আপনি তো হর ইক তুফান হ্যায়' ছাড়াও শোনা গেল 'ইয়ে জুলফে আগার খুল কে বিখার যায়ে', 'তুঝে কেয়া শুনাও ম্যায় দিলরুবা'-র মতো গান। 

প্রসঙ্গত, প্রথম জীবনে বাবার হাত ধরেই গানের জগতে এসেছিলেন সোনু নিগম (Sonu Nigam)। সোনুর বাবা আগম কুমার নিগম গান করতেন। জানা যায়, মাত্র ৪ বছর বয়সে বাবার হাত ধরেই মঞ্চে উঠেছিলেন সোনু। তখনই শুরু হয় সোনুর সঙ্গীত যাত্রা। পরবর্তীকালে ১৯ বছর বয়সে বাবার হাত ধরে মুম্বইয়ে আসেন সোনু। পরবর্তীকালে তিনি ওস্তাদ গোলাম মোস্তাফা খানের কাছে সঙ্গীতের তালিম নেন। 'আজা মেরি জান' ছবিতে 'আচ্ছা সিলা দিয়া মুঝে' গানটি গেয়ে প্রথমবার বলিউডের ছবিতে প্লেব্যাক করেন সোনু নিগম।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.