মুম্বই থেকে ১৮০ জন পরিযায়ী শ্রমিককে উত্তরাখণ্ডে পাঠালেন সোনু সুদ
বিমানবন্দরে দেখা যায় সোনুকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![মুম্বই থেকে ১৮০ জন পরিযায়ী শ্রমিককে উত্তরাখণ্ডে পাঠালেন সোনু সুদ মুম্বই থেকে ১৮০ জন পরিযায়ী শ্রমিককে উত্তরাখণ্ডে পাঠালেন সোনু সুদ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/05/253902-sonu-on-mumbai.jpg)
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মধ্যে এবার ১৮০ জন পরিযায়ী শ্রমিককে ঘরে পাঠালেন সোনু সুদ। ফলে মুম্বই বিমানবন্দরে চোখে পড়ে বলিউড অভিনেতাকে।
মুম্বই থেকে ১৮০ জন শ্রমিককে উত্তরাখণ্ডে পাঠান সোনু সুদ। ওই শ্রমিকদের বাড়িতে পাঠানোর জন্যই মুম্বই বিমানবন্দরে দেখা যায় বলিউড অভিনেতাকে। সম্প্রতি কেরল থেকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে ওড়িশায় পাঠান সোনু সুদ। কেরলের একটি সেলাই কারখানা থেকে ওই শ্রমিকদের বিমানে করে ভুবনেশ্বর বিমানবন্দরে পাঠান সোনু সুদ।
কেরলের পাশাপাশি মধ্যপ্রদেশের বিজেপির বিধায়কও সোনু সুদের কাছে আবেদন করেন, রেওয়া এবং সাতনার শ্রমিকদের মুম্বই থেকে যাতে ওই রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। যার উত্তরে সোনু সুদ আশ্বাস দেন, তিনি অবশ্যই রেওয়া ও সাতনার মানুষদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।