সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বস্তিতে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আগেই। আর করোনা মুক্ত হওয়ার পর থেকেই চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি। ফের জ্বর না আসায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর কথাও বলছেন অভিনেতা। কমেছে বাইপ্যাপ সাপোর্টের প্রয়োজন। সোডিয়াম পটাসিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলেও চ্যালেঞ্জ এখন UTI। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চলছে মিউজিক থেরাপি। শোনানো হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। তাঁর অভিনীত ছবির গানও শোনানো হচ্ছে অভিনেতাকে।

আরও পড়ুন: ''যাওয়ার সময় গীতবিতান ও আবোল তাবোল সঙ্গে নিয়ে যাব'' বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তবে বুধবার তাঁর করোনা মুক্ত হওয়ার খবর মেলে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। চোখও খুলেছেন। গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর। তবে সৌমিত্রবাবুর সামান্য জ্বর আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশার কথা, ওঁর শরীরে ইনফেকশন কমছে।

English Title: 
Soumitra Chatterjee on the way to recovery, doctors in relief
News Source: 
Home Title: 

সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বস্তিতে চিকিৎসকরা

সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বস্তিতে চিকিৎসকরা
Yes
Is Blog?: 
No