Yoo Joo-eun : খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই জীবনকে বিদায়, আত্মঘাতী বিখ্যাত অভিনেত্রী

বয়স মাত্র ২৭, অল্পদিনেই জীবনকে চির বিদায় জানালেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইউ জু-ইউন। ইউ জু-ইউন আত্মহত্যা করেছেন বলেই দাবি করা হচ্ছে। মৃত্যুর আগে পরিবার এবং অনুরাগীদের উদ্দেশ্যে একটি সুইসাইড নোট রেখে গেছেন অভিনেত্রী। যেখানে উঠে এসেছে একটি বিশেষ বার্তা। যেটি শেয়ার করেছেন অভিনেত্রীর ভাই। জানিয়েছেন, '২৯ অগস্ট, ২০২২, ইউ জু-ইউন এই পৃথিবী ছেড়ে সেই জায়গা চলে গিয়েছেন যেখানে তিনি স্বচ্ছন্দ্য বোধ করেন। যাঁদের সময় আছে, অনুগ্রহ করে জু ইউনকে তাঁর যাওয়ার পথে বিদায় জানান। জু ইউনের শেষ অনুরোধ রেখে আমি ওঁর এই পোস্টটি শেয়ার করছি।' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 30, 2022, 06:56 PM IST
Yoo Joo-eun : খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই জীবনকে বিদায়, আত্মঘাতী বিখ্যাত অভিনেত্রী

Yoo Joo-eun, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স মাত্র ২৭, অল্পদিনেই জীবনকে চির বিদায় জানালেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইউ জু-ইউন। ইউ জু-ইউন আত্মহত্যা করেছেন বলেই দাবি করা হচ্ছে। মৃত্যুর আগে পরিবার এবং অনুরাগীদের উদ্দেশ্যে একটি সুইসাইড নোট রেখে গেছেন অভিনেত্রী। যেখানে উঠে এসেছে একটি বিশেষ বার্তা। যেটি শেয়ার করেছেন অভিনেত্রীর ভাই। জানিয়েছেন, '২৯ অগস্ট, ২০২২, ইউ জু-ইউন এই পৃথিবী ছেড়ে সেই জায়গা চলে গিয়েছেন যেখানে তিনি স্বচ্ছন্দ্য বোধ করেন। যাঁদের সময় আছে, অনুগ্রহ করে জু ইউনকে তাঁর যাওয়ার পথে বিদায় জানান। জু ইউনের শেষ অনুরোধ রেখে আমি ওঁর এই পোস্টটি শেয়ার করছি।' 

সুইড নোটে ইউ জু-ইউন লিখেছেন, 'প্রথমেই বলি, বিদায় জানানোর জন্য আমি দুঃখিত। বিশেষ করে মা, বাবা, ঠাকুমা এবং অপ্পা (বড় ভাই) জন্য কষ্ট হচ্ছে। আমার হৃদয় চিৎকার করে জানান দিচ্ছিল যে আমি আর বাঁচতে চাই না। আমাকে ছাড়া জীবনে শূন্যতা তৈরি হতে পারে, কিন্তু দয়া করে সাহসের সঙ্গে বাঁচুন। আমি সব কিছু খেয়াল রাখব। কাঁদবেন না, তাহলে কষ্ট আঘাত পাবেন।'

আরও পড়ুন-উর্ফিই পারেন! গাইলেন ভজন, সংস্কার-ই শিরোনাম!

ইউ জু-ইউন সুইসাইড নোটে জানিয়েছেন, 'আমি এই মুহূর্তে বিন্দুমাত্র কষ্ট পাচ্ছি না। আমি দৃঢ় এবং শান্ত বোধ করছি। আমি মনে করি এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ভেবেছি। আমি আমার প্রাপ্যের থেকেও বেশি সুখী জীবনযাপন করেছি। আমার তাই এই পর্যন্তই যঠেষ্ট। দয়া করে একে অপরকে দোষারোপ না করে ভালোভাবে বাঁচুন। 

আমি এমন একটি সুখী জীবন যাপন করেছি যা আমার প্রাপ্যের চেয়ে বেশি ছিল। সেজন্য, এটা আমার জন্য যথেষ্ট। এই যথেষ্ট. তাই দয়া করে আর দোষ না দিয়ে বাঁচুন। আমি মৃত নই, তাই সবাই ভাল করে বাঁচুন। আশা করি, আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক লোককে আমন্ত্রণ জানানো হবে। আমি প্রথমবারের মতো সবাইকে দেখতে চাই এবং দেখতে চাই কেউ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা।' অভিনেত্রী আরও লিখেছেন, আমি খুব খারাপ অভিনয় করতে চেয়েছিলাম। সম্ভবত এটাই আমার কাছে সব ছিল, আমার একটি অংশ ছিল। যাইহোক, এভাবে জীবনযাপন করা মোটেও সহজ ছিল না। আমি আর কিছু চাই না। এটা নিরাশাজনক ছিল। আপনি যা কিছু করতে চান, সেটা পাওয়া একটি আশীর্বাদ, কিন্তু আমি বুঝতে পারি, শুধুমাত্র এই জিনিসটা করতে চাওয়াটাই একটা অভিশাপ ছিল।'

জু-ইউনের কথায়, 'ঈশ্বর আমাকে ভালবাসেন, তাই তিনি আমাকে নরকে পাঠাবেন না। তিনি আমার অনুভূতি বুঝবেন এবং আমার প্রতি যত্নবান হবেন। তাই এটা নিয়ে চিন্তা করবেন না।' সবশেষে তিনি লিখেছেন, 'আমার সমস্ত প্রিয় পরিবার এবং বন্ধুদের বলছি আমাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং আমাকে ভালবাসার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এটাই ছিল আমার শক্তি এবং আমার হাসি। আমি শেষ অবধি অবিস্মরণীয় স্মৃতি নিয়ে বেঁচে ছিলাম। আমি মনে করি আমার জীবন সফল। আমাকে বোঝার জন্য এবং এত অধৈর্য একজন মানুষকে আলিঙ্গন করার জন্য সকলকে ধন্যবাদ। দুঃখিত, আমি হয়ত পুরো বক্তব্য ভাষায় প্রকাশ করতে পরছি না। তাও আপনারা সকলে আমায় বোঝার চেষ্টা করবেন সেটাই আশা রাখি। তাই নয় কি?' সবশেষে শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তিনি লিখেছেন, 'আমি যে সমস্ত মূল্যবান সম্পর্ক তৈরি করেছি, বিশেষ করে শিক্ষকদের কাছে আমি খুব কৃতজ্ঞ, আমি আপনাদের সবাইকে সম্মান করি। আমাকে জীবনের অনেক কিছু শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মা, বাবা, আমি তোমাদের ভালোবাসি। তোমরা দয়া করে কেঁদো না।'

প্রসঙ্গত, ইও জু ইউনকে টিভিএন-এর 'বিগ ফরেস্ট' এবং টিভি চোসুনের 'জোসন সারভাইভাল পিরিয়ড'-এ দেখা গেছে। এর আগে ২০১৯ এ একইভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিছেন আরও একজন অল্পবয়সী দক্ষিণ কোরিয়ান তারকা চোই জিন রি।মাত্র ২৫-এই সকলকে চিরবিদায় জানিয়েছিলেন তিনি। সুল্লি নামেই পরিচিত ছিলেন চোই জিন রি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.