ইউটিউবে ভাইরাল শ্রীদেবীর পুলি

টিজার মুক্তি পেতেই ভাইরাল শ্রীদেবীর পুলি। গত ২১ জুন ইউটিউবে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত তামিল ছবি পুলির টিজার। মাত্র ২ দিনেই ২.৮ মিলিয়ন ভিউ হয়েছে এই টিজার।

Updated By: Jun 24, 2015, 07:37 PM IST
ইউটিউবে ভাইরাল শ্রীদেবীর পুলি

ওয়েব ডেস্ক: টিজার মুক্তি পেতেই ভাইরাল শ্রীদেবীর পুলি। গত ২১ জুন ইউটিউবে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত তামিল ছবি পুলির টিজার। মাত্র ২ দিনেই ২.৮ মিলিয়ন ভিউ হয়েছে এই টিজার।

২৯ বছর পর তামিল ছবিতে ফিরলেন শ্রীদেবী। গেম অফ থ্র্রোনসের আদলে তৈরি ফ্যান্টাসি ছবিতে রাজকুমারীর ভূমিকায় দেখা যাবে শ্রীদেবীকে। বিপরীতে রয়েছেন বিজয়। এছাড়াও ছবিতে রয়েছেন কন্নড় অভিনেতা সুদীপ, হনসিকা মোতওয়ানি ও শ্রুতি হাসান।

রাসেল ক্রো'র গ্ল্যাডিয়েটরের ওপর ভিত্তি করে লেখা চিত্রনাট্য পরিচালনা করেছেন চিম্বু দেবন। গত বছর নভেম্বর মাসে শুরু হয় পুলির শুটিং। মুক্তির দিন এখনও ঠিক হয়নি।

দেখুন পুলির টিজার-

.