#ASKSRK ভক্তদের প্রশ্নবান, সপাটে জবাব শাহরুখের (এক নজরে)

ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে বসলেন শাহরুখ খান। দিলেন একের পর এক প্রশ্নের উত্তর। #AskSrk-এর মাধ্যমে ভক্তরা সরাসরি শাহরুখকে প্রশ্ন করেন। টুইটারের এদিকে শাহরুখ খান। ওদিকে তাঁর ভক্তকূল। দেখে নিন সেইসব প্রশ্ন আর শাহরুখের জবাব--

Updated By: Jul 12, 2016, 11:41 AM IST
#ASKSRK ভক্তদের প্রশ্নবান, সপাটে জবাব শাহরুখের (এক নজরে)

ওয়েব ডেস্ক: ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে বসলেন শাহরুখ খান। দিলেন একের পর এক প্রশ্নের উত্তর। #AskSrk-এর মাধ্যমে ভক্তরা সরাসরি শাহরুখকে প্রশ্ন করেন। টুইটারের এদিকে শাহরুখ খান। ওদিকে তাঁর ভক্তকূল। দেখে নিন সেইসব প্রশ্ন আর শাহরুখের জবাব--

প্রশ্ন- মেসি না রোনাল্ডো কে বেশি ভাল ফুটবলার
শাহরুখ-দুজনেই দারুণ

আরও পড়ুন জানেন কিং খানের পছন্দের টিভি সিরিয়াল কোনটি?
আপনি প্রথম কোন হলিউড সিনেমা হলে গিয়ে দেখেছিলেন
শাহরুখ- দিল্লির অর্চনা থিয়েটার গিয়ে দেখেছিলাম Where Eagles dare।

ছোটবেলা থেকে আপনি কোন জিনিসটার প্রতি আসক্ত বা অ্যাডিকটেড
শাহরুখ-আমার হৃদস্পন্দনে

আরও পড়ুন মুক্তির মাত্র পাঁচদিনের মধ্যে যে আটটা রেকর্ড গড়ল সল্লুর 'সুলতান'

আমির না সলমন?প্রশ্নটা এড়িয়ে যেও না।
শাহরুখ-এড়িয়ে যাওয়ার মত প্রশ্ন কোরো না।

আচ্ছা আপনার ঘর মান্নাতে কতগুলো রুম আছে
শাহরুখ- যথেষ্ট

আচ্ছা আপনি সিনেমা বাছায় আর একটু কী সতর্ক হবেন?তা না হলে আপনার সিনেমার জন্য অনেক খারাপ কথা শুনতে হচ্ছে
শাহরুখ-নিজের লোকেদের জন্য শুনতে হয় বন্ধু

কলকাতা স্পেশাল মিষ্টি দই আর রসগোল্লা পছন্দ করেন?
শাহরুখ-কলকাতাকে ভালবাসি। আসলে ভারতের সব কিছুই আমার ভাললাগে।

প্রশ্ন-স্যার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? ভালবাসা/টাকা/সম্মান/খ্যাতি

শাহরুখ- আরে বাবা একটা বাছতে চাইছো কেন?সবগুলোই নাও না।

আচ্ছা আপনি কোনদিন শার্কের সঙ্গে সাঁতার কেটেছেন
শাহরুখ-এ বাবা প্রশ্নটা তো তুমি শার্কের মুখের কাছে দাঁড়িয়েই করতে পারতে। এর জবাবটা ওই ভাল দিতে পারবে।

প্রশ্ন-রোনাল্ডো কী আপনার সিগনেচার পোজটা ঠিক মত করতে পারে?
শাহরুখ- হ্যাঁ, ও সব কিছুই ঠিকঠাক করে।

আপনি হয়তো এই প্রশ্নটাই সবচেয়ে ভাল উত্তর দিতে পারবেন। আচ্ছা আমি খুব লাজুক। লজ্জা থেকে বাঁচার উপায় কী
শাহরুখ-এ বাবা উত্তরটা দিতে গিয়ে তো আমিই লাল হয়ে গেলাম।

প্রশ্ন- জীবন কেমন?
উত্তর- প্রাণ খুলে শ্বাস নেওয়া।

প্রশ্ন- আপনার সন্তানদের নাম কে রেখেছে
উত্তর- আমি

প্রশ্ন- দেখুন আমি বেকার। আপনার তো কত টুইট আসে, রেপ্লাই দিতে হয়। আপনার হয়ে আমি সব কাজ করে দেবো। তাহলে অন্তত একটা চাকরি হবে।
শাহরুখ-এ বাবা, তুমি বুঝতে পারছো না। আমি টুইটারে তোমাদের সঙ্গে বসে বসে আড্ডা মারছি। আমিও বেকার। এবার বুঝতে পারলে।

প্রশ্ন-হলিউডে আপনার পছন্দের অভিনেতা কারা

শাহরুখ- জেনিফার লরেন্স, মেরিল স্ট্রিপ।

ঘুম থেকে ওঠার পর আপনি প্রথমেই কী ভাবেন।
শাহরুখ- প্রথমেই মনে হয় আমি আবার ঘুমতো যাবো।

তোমার গালের টোল কেমন আছে
শাহরুখ-খুব গভীর বন্ধু, খুব গভীর

প্রশ্ন- আপনার ফোন নম্বরটা প্লিজ দেবেন
শাহরুখ- অবশ্যই। আচ্ছা আমি কী তাহলে আমার আধার কার্ডের জেরক্স কপিটাও পাঠাবো!

প্রশ্ন- সুলতান দেখলেন?
শাহরুখ-এখনও দেখিনি, তবে শুনেছি খুব ভাল হয়েছে।

প্রশ্ন- স্কুলে আপনার প্রিয় সাবজেক্ট কী ছিল?
শাহরুখ-বায়োলজি

প্রশ্ন- কাজল না রানি মুখার্জি, আপনার কাকে বেশি ভাল লাগে
শাহরুখ-এই প্রশ্নটা করা মানে আমায় জিজ্ঞাসা বাঁ বাহু না ডান বাহু। কোনটা আপনার বেশি দরকার

প্রশ্ন-আচ্ছা ডন থ্রি-তে আপনাকে কবে দেখতে পাবো?
শাহরুখ- জানি না। এই ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই।

প্রশ্ন- উইল ইউ ম্যারি মি টুডে”? (আজ আমায় বিয়ে করবে?)

শাহরুখ- “ম্যারি ম্যারি…. ডাজনট এনিবডি ওয়ান্ট টু বি ফ্রেন্ডস এনি মোর”? (বিয়ে বিয়ে...কেউ কী বন্ধুত্ব করতে চাও না!)

.