Vijay Sethupathi: বিজয় সেতুপতির শ্যুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১
Vijay Sethupathi: বিগত ৩০ বছর ধরে পর্দায় স্টান্ট করছেন সুরেশ। প্রতিদিনের মতো এদিনও তিনি এসেছিলেন সেটে, অন্যান্য দিনের মতোই স্টান্ট করার কথা ছিল। পরিচালকের নির্দেশ মেনেই স্টান্ট করছিলেন তিনি।
Vijay Sethupathi, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিল, তেলুগু ছবিতে স্টান্ট থাকে দেখা মতো, যা দেখে বলিউডেরও চক্ষু ছানাবড়া। সেরকমই কিছু স্টান্টের শ্যুটিং চলছিল চেন্নাইয়ে। সেখানেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ২০ ফুট উপর থেকে একেবারে মাটিতে পড়ে গেলেন এক স্টান্টম্যান, নাম এস সুরেশ। বিজয় সেতুপতির আগামী ছবি বিধুথালাই। সেই ছবিরই শ্যুটের মাঝে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর স্ত্রী ও দুই পুত্র বর্তমান।
আরও পড়ুন-Hansika Motwani Wedding: সিঁদুরদানের সময় চোখে জল হংসিকার, ভাইরাল ভিডিয়ো
বিগত ৩০ বছর ধরে পর্দায় স্টান্ট করছেন সুরেশ। প্রতিদিনের মতো এদিনও তিনি এসেছিলেন সেটে, অন্যান্য দিনের মতোই স্টান্ট করার কথা ছিল। পরিচালকের নির্দেশ মেনেই স্টান্ট করছিলেন তিনি। শটে বলা হয় যে, ক্রেনের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা থাকবেন তিনি। একটি টেম্পোরারি ব্রিজের উপর আটকে থাকা ট্রেনের উপর দিয়ে ছুটবেন তিনি। সেইমতো যখন তিনি ঝাঁপ দেন, আচমকাই ছিঁড়ে যায় দড়ি। সরাসরি ২০ ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ে যান এস সুরেশ। তড়িঘড়ি তাঁকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করেছে পুলিস।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি এই একইভাবে ক্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল তিন টেকনিশিয়ানের। কমল হাসানের ছবি ইন্ডিয়ান ২-এর শ্যুটিং সেটে ঘটেছিল সেই দুর্ঘটনা। সেই ঘটনার পরেই আটকে গিয়েছিল ছবির শ্যুটিং। প্রায় ২ বছর বন্ধ থাকার পর এই বছর সেপ্টেম্বরে শুরু হয় ছবির শ্যুটিং। এই ঘটনার কারণে কমল হাসান, ফিল্মমেকার শঙ্কর ও লাইকা প্রোডাকশনের তরফ থেকে সেই তিন টেকনিশিয়ানদের প্রত্যেকের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১ কোটি টাকা। সেই সময় কমল হাসান বলেছিলেন যে, ‘আমাদের লক্ষ্য রাখা উচিত এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।’