সুপ্রিম কোর্টে জিতল পিকে, মুক্তির ওপর নিষেধাজ্ঞা নয়

Updated By: Aug 14, 2014, 03:56 PM IST
সুপ্রিম কোর্টে জিতল পিকে, মুক্তির ওপর নিষেধাজ্ঞা নয়

পিকের মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করল শীর্ষ আদালত।

বৃহস্পতিবার সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোধা বলেন, "যদি ইচ্ছা না হয় তাহলে ছবি দেখবেন না। কিন্তু এর মধ্য জোর করে ধর্মীয় ভাবাবেগ যুক্ত করতে চেষ্টা করবেন না। এগুলো বিনোদনমূলক বিষয়। যদি এগুলো রুখতে চান, তাহলে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা হবে। সবকিছু ইন্টারনেটেই রয়েছে। কী লুকোবেন?"

পিকের বিরুদ্ধে মামলা করেছিল এক এনজিও। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট নামে ওই এনজিও-র বক্তব্য ছিল পিকে ছবির বেশ কিছু দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়ে বলে, ভারতীয় সমাজ অন্তত এতটুকু পরিনত হয়েছে যে কোনটা বিনোদন আর কোনটা নয়, সেই বিষয়ের পার্থক্য বুঝতে পারে।

 

 

.