প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী Surekha Sikri, চলচ্চিত্র জগতে শোকের ছায়া
তিনবার জাতীয় পুরস্কার জয়ী Surekha Sikri
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri)। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগ ভুগছিলেন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। ২০২০-তে ব্রেন স্ট্রোকও হয় তাঁর। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর বাড়ি ফিরলেও, পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়েন। অবশেষে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া।
Saddened by the demise of veteran actor Surekha Sikri.
Known for her graceful & versatile performances, she will be missed deeply. Heartfelt condolences to her family & fans.
— Mamata Banerjee (@MamataOfficial) July 16, 2021
আরও পড়ুন: কোম্পানির CEOর থেকেও বেশি পারিশ্রমিক বিরাট-অনুষ্কার দেহরক্ষীর, কত জানেন?
আরও পড়ুন: ধর্ম নিয়ে কটাক্ষ, মৃত্যুর প্রসঙ্গে টেনে Nusrat-কে আক্রমণ নেটিজেনের
১০৭৮ সালে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন সুরেখা সিক্রি (Surekha Sikri)। তাঁর প্রথম ছবি 'কিস্সা কুরশি কা'। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। 'তামাস' (১৯৮৮), 'মাম্মো' (১৯৯৫) এবং 'বাধাই হো' (২০১৮), এই তিনটি ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুরেখা সিক্রি। হিন্দি ধারাবাহিক 'বালিকা বধূ'-তে অভিনয়ের দ্বারা আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।