জামিনে মুক্ত রিয়া, কী বললেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা?

সোশ্যাল মিডিয়ায় 'ধৈর্য, সাহস এবং বিশ্বাস'-এর কথা বললেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 8, 2020, 05:28 PM IST
জামিনে মুক্ত রিয়া, কী বললেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা?

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত মামলায়, মাদককাণ্ডে বুধবারই জামিনে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। বোম্বে হাইকোর্ট রিয়ার জামিন মঞ্জুর করেছেন। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় 'ধৈর্য, সাহস এবং বিশ্বাস'-এর কথা বললেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।

বিখ্যাত লেখক পাওলো কোয়েলহোর একটি উক্তি শেয়ার করে শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তাতে শ্বেতা লেখেন, ''আমাদের কাছে এখনও সব উত্তর নাও থাকতে পারে। তবে আমাদের সঙ্গে 'ধৈর্য, সাহস, বিশ্বাস এবং ঈশ্বর রয়েছেন।'' শ্বেতা পাওলো কোয়েলহোর যে উক্তিটি শেয়ার করেছেন তাতে লেখা,  "আধ্যাত্মিক পথের দুটি শক্ত পরীক্ষা সঠিক মুহুর্তের জন্য অপেক্ষা করা ও ধৈর্য ধরা। এবং আমরা যা কিছুর মুখোমুখি হই, সাহস কখনও আমাদের হতাশ করে না।''

আরও পড়ুন-বিগ বস ঘিরে অশ্লীলতার অভিযোগ, শো বয়কটের ডাক নেটিজেনদের

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এদিকে বুধবারই সুশান্তের পরিবারের আইনজীবী CBI-কে অনুরোধ করেন, সুশান্তের মৃত্যুর কারণ আরও একবার পরীক্ষা করে দেখতে। বিকাশ সিং-এর কথায়, ''CBI-এর উচিত AIIMS-এর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে, তারা সংবাদমাধ্যমে যে বয়ান দিয়েছেন সেটা খতিয়ে দেখা।''

আরও পড়ুন-শীঘ্রই আসবে সুখবর, তার আগে 'বেবি বাম্প' নিয়ে স্বামী কুণালের সঙ্গে ফটোশ্যুটে পূজা

প্রসঙ্গত, টানা ২৮ দিন জেলে কাটানোর পর বুধবার জামিন পান অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়া জামিন পেলেও এখনও মুক্ত নন অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী। বম্বে হাই কোর্টের তরফে রিয়ার জামিন মঞ্জুর করা হলেও দেওয়া হয় ৫টি শর্ত। জামিনে মুক্ত থাকাকালীন রিয়াকে নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে। দেশের বাইরে বের হতে পারবেন না রিয়া চক্রবর্তী। থানায় জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। মুম্বইয়ের বাইরে বের হতে হলে রিয়াকে সেটা তদন্তকারী অফিসারকে জানাতে হবে। জামিনের জন্য আদালতের কাছে ১ লক্ষ টাকা জমা করতে হবে রিয়াকে। বন্ডের এক লক্ষ জমা করার জন্য রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে কয়েকদিন সময় চেয়েছেন। 

.