সুশান্ত মামলায় তদন্তের শুরুতেই কাকে তুলে নিয়ে গেল CBI?
মুম্বইয়ের যে গেস্ট হাউসে তাঁরা রয়েছেন, সেখানেই ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বলে ANI সূত্রে খবর।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত মামলার তদন্তে মুম্বইয়ে পৌঁছেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করল CBI। শুক্রবার, সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গেস্ট হাউসে নিয়ে যায় CBI টিম। মুম্বইয়ের যে গেস্ট হাউসে তাঁরা রয়েছেন, সেখানেই ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বলে ANI সূত্রে খবর।
তবে শুক্রবার সকালে যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য CBI-এর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়, তিনি কে? এই মামলার সঙ্গে তাঁর কী সম্পর্ক সেবিষয়ে এখনও কিছুই জানা যাচ্ছে না। এক সংবাদসংস্থা সূত্রে খবর, দিল্লি থেকে মুম্বইয়ে আসা CBI টিম মুম্বইয়ের সান্তাক্রুজ এয়ারফোর্স ট্রান্সিটে রয়েছেন। সেখানেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে ANI জানিয়েছে।
আরও পড়ুন-৮ জুন সুশান্তের বাড়ি থেকে বের হয়েছিলেন, ওইদিন মহেশ ভাট-রিয়ার হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে
#WATCH Mumbai: CBI team brings an unidentified person related to #SushantSinghRajput case, to the guesthouse where they are staying, for questioning. pic.twitter.com/sumv7kCpak
— ANI (@ANI) August 21, 2020
গত ১৯ অগস্ট সুশান্ত মামলায় CBI তদন্তের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর ২০ অগস্ট রাতেই ১০ সদস্যের CBI টিম দিল্লি থেকে মুম্বই পৌঁছেছে বলে খবর। জানা যাচ্ছে, তিনটি ভাগে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে CBI আধিকারিকরা। তার মধ্যে একটি টিম ইতিমধ্যেই বান্দ্রা থানার তদন্তকারী পুলিস অফিসারের সঙ্গে কথা বলেন। এদিন সুশান্তের বাড়ির সমস্ত কর্মীদেরই ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এদিনই সুশান্তের ফ্ল্যাটে যাওয়ার কথা রয়েছে CBI টিমের। সেখানে ঘটনার পুননির্মাণ করার হতে পারে বলেও খবর মিলেছে। CBI-এর তরফে ময়না তদন্তের রিপোর্ট ও সুশান্তের ভিসেরা রিপোর্টও সংগ্রহ করা হবে। প্রসঙ্গত, ১০ সদস্যের এই CBI টিমের নেতৃত্বে রয়েছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নূপুর প্রসাদ।
আরও পড়ুন-সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই রিয়ার সঙ্গে সারার বন্ধুত্ব তিক্ততায় বদলে যায়?