পাটনায় সুশান্তের বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

সুশান্ত সিং রাজপুতের পাটনার বাড়িতে গিয়ে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 19, 2020, 10:24 PM IST
পাটনায় সুশান্তের বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের পাটনার বাড়িতে গিয়ে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। সেই ছবি ও ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

পাটনায় সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করার কথা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান কেন্দ্রীয়মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। ভিডিয়ো পোস্ট করে রবিশঙ্কর প্রসাদ লেখেন, ''সুশান্ত সিং রাজপুতের পাটনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে ওর পরিবারের সঙ্গে কথা বললাম, দেখা করলাম। সমবেদনা জানালাম। একজন প্রতিভাবান অভিনেতার এমন অকালে চলে যাওয়া দুর্ভাগ্যজনক। উনি জীবনে অনেক কিছুই ছুঁয়েছেন, আরও অনেককিছুই পাওনা ছিল।'' এদিন সুশান্ত সিং রাজপুতের পাটনার বাড়িতে গিয়ে তাঁর দিদি, বাবা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেন রবি শঙ্কর প্রসাদ।

আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের অভিযোগ নিয়ে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অশোক ধানুকা?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ravi Shankar Prasad (@ravishankarprasad) on

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য় কেন্দ্রীয় মন্ত্রীরা।

আরও পড়ুন-ইন্ডাস্ট্রিতে গডফাদার হিসবে নম্বর ওয়ান বুম্বাদা, বিস্ফোরক অভিযোগ শ্রীলেখার

.