মহিলাদের আত্মরক্ষা করতে শেখানো, শিশুদের নাসায় ওয়ার্কশপে পাঠানোর স্বপ্ন ছিল সুশান্তের
যেখানে জীবনের ৫০টি স্বপ্নের কথা লিখেছিলেন পর্দার 'ধোনি'।
নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যুর পর তাঁর বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেননি পুলিস। তবে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ২০১৯ এ পোস্ট করা অভিনেতার নিজের হাতে লেখা একটি নোট। যেখানে জীবনের ৫০টি স্বপ্নের কথা লিখেছিলেন পর্দার 'ধোনি'।
কী কী স্বপ্ন দেখতেন সুশান্ত? জানলে অভিনেতার ভাবনায় হয়ত আপনিও মুগ্ধ হবেন...
সুশান্তের এই ৫০টি স্বপ্নের মধ্যে ছিল বিমান ওড়ানো, বাঁহাতে ক্রিকেট ব্যাট করা, ট্রেনে করে গোটা ইউরোপ ঘোরা, ইসরো ও নাসাতে ১০০ জন শিশুকে ওয়ার্কশপের জন্য পাঠানো, প্রত্যেক মহিলাকে আত্মরক্ষার শিক্ষা দেওয়া, শিশুদের নাচ শেখানো, কোনও চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলা, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য শিক্ষার্থীদের তৈরি করা সহ আরও অনেক কিছু।
আরও পড়ুন-তিনদিন আগেই ফোন করে সাবধানে থাকতে বলেছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন সুশান্তের বাবা
The heartbreaking end of a dreamer: the 50 dreams of #SushantSinghRajput pic.twitter.com/VPgR8Tr0qJ
— Mahim Pratap Singh (@mayhempsingh) June 14, 2020
সুশান্তের এই পোস্টের নিচে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন, কেউ লিখেছেন, ''অভিনেতা কত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতেন।'' কেউ আবার লিখেছেন ''হাতের লেখা কী সুন্দর''। কেউ আবার লিখেছেন, ''সুশান্ত নেই সেটা ভাবতেই পারছি না।''