সুশান্তের শেষকৃত্য সোমবার
এদিন অভিনেতার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি বলে খবর মিলেছে।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হবে আগামিকাল অর্থাৎ সোমবার। মুম্বই পুলিস ও সুশান্তের ঘনিষ্ঠ সুত্রে এমনটাই খবর শোনা যাচ্ছে। এই মুহূর্তে সুশান্তের দেহ রয়েছে ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে। তবে এখনও পর্যন্ত অভিনেতার ময়নাতদন্ত শেষ হয়নি বলে খবর মিলেছে।
জানা যাচ্ছে, সুশান্তের বাবা ও তাঁর পরিবারের অন্য্যান্য সদস্যরা সোমবারের বিমানে মুম্বই পৌঁছবেন। তারপর সোমবার দুপুরে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সুশান্তের এক দিদি চণ্ডীগড় থেকে পাটনায় পৌঁছেছেন। সেখানেই রয়েছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। এই মুহূর্তে সুশান্তের ঘনিষ্ঠ কিছু বন্ধু তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে সুশান্তের আরও এক দিদি নীতু সিং ইতিমধ্যেই মুম্বইয়ের ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে পৌঁছেছেন, যেখানে অভিনেতার দেহ রাখা রয়েছে। তবে এখনও ময়নাতদন্ত শেষ হয়নি, রিপোর্ট আসতে তাই রাত হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-তিনদিন আগেই ফোন করে সাবধানে থাকতে বলেছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন সুশান্তের বাবা
আরও পড়ুন-কয়েকমাস আগে বিহারে গ্রামের বাড়িতে গিয়ে তারকা থেকে সাধারণ হয়ে উঠেছিলেন সুশান্ত
Body being taken to hospital frome his residence! pic.twitter.com/zZ6lMRMjVw
— SURAJ BHAGAT (@Sooraj_358) June 14, 2020
আরও পড়ুন-ফিজিক্সে ন্যাশনাল অলিম্পিয়াড জয়ী, ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন সুশান্ত
মুম্বই প্রশাসনের তরফে সুশান্তের পরিবারকে জানানো হয়, তাঁরা দেহ পাটনা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন। যদিও দেহ নিয়ে যাওয়া হচ্ছে না, মুম্বইতেই শেষকৃত্য হবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখনও পর্যন্ত সুশান্ত সিং আত্মহত্য়া করেছেন বলেই জানা যাচ্ছে। যদিও তাঁর পরিবারের তরফে কেউ কেউ খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন। তবে পুরো বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিস।
পুলিস সূত্রে খবর, শনিবার রাতে সুশান্ত তাঁর টেলিভিশনের এক বন্ধুকে ফোন করেন, তবে তিনি ফোন তোলেননি। তবে এই বন্ধুটি কে তার নাম প্রকাশ করা হয়নি। রবিবার সকাল ৬.৩০ মিনিটেও সুশান্তকে তাঁরা দেখেছিলেন বলে জানাচ্ছেন বাড়ির পরিচারিকা। সুশান্তকে জুস খেতে দেওয়া হয়। পরে সুশান্তে ঘরের দরজা আর খোলা যায়নি। এরপর বাড়িতে উপস্থিত অন্যান্যরা সুশান্তের দরজা খোলার চেষ্টা করেন, তবে খোলা যায়নি। সুশান্তের বাড়ির পরিচারিকাই পুলিসে খবর দেন বলে জানা যাচ্ছে।