নিজস্ব প্রতিবেদন : ​মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত! কে তাঁকে ওষুধ এনে দিতেন! কী ওষুধই বা খেতেন তিনি! এমনই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে কার্যত ভড়কে যান সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিটানি।

আরও পড়ুন : আইনের উপর ভরসা আছে, সত্যি সামনে আসবে, মুখ খুললেন রিয়া চক্রবর্তী

শুক্রবার এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হন সিদ্ধার্থ। সেখানে তাঁকে সুশান্তের মানসিক অবসাদের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, সঠিকভাবে উত্তর দিতে পারেননি তিনি। শুধু তাই নয়, কে সুশান্তকে ওষুধ দিতেন! কী ওষুধ দিতেন, সে বিষয়েও নিরুত্তর থাকেন সিদ্ধার্থ।

আরও পড়ুন : সুশান্ত বেঁচে থাকাকালীন কী করতেন রিয়া! একাধিক অভিযোগে সরব অভিনেতার নিরাপত্তা রক্ষী

এসবের পাশাপাশি তিনি আরও বলেন, সুশান্তকে যোগ করাতেন তিনি। কিন্তু জুন মাসে রিয়া কেন সুশান্তকে ছেড়ে চলে যান, সে বিষয়ে জানা নেই তাঁর। এমনকী, রিয়া এবং সুশান্তের মধ্যে কী বিষয় নিয়ে মন কষাকষি হয়, তাও তিনি জানেন না বলে দাবি করেন সিদ্ধার্থ। এসবের পাশাপাশি সিদ্ধার্থ জানান, ১২ জুন সুশান্তের দিদি তাঁর বাড়িতে গিয়েছিলেন। সুশান্তের দিদি মিতু ছাড়া অন্য কেউ অভিনেতার ফ্ল্যাটে যাননি। সেই সঙ্গে সুশান্তের ফ্ল্যাটে কোনও পার্টিও হয়নি বলে দাবি করেন সিদ্ধার্থ।

English Title: 
Sushant Singh Rajput's Flatmate Siddharth Pithani Says He Knows Nothing Anout SSR's Medicine
News Source: 
Home Title: 

সুশান্তকে কী ওষুধ দিতেন রিয়া? প্রশ্ন শুনেই ভড়কে গেলেন বন্ধু সিদ্ধার্থ পিটানি!

সুশান্তকে কী ওষুধ দিতেন রিয়া? প্রশ্ন শুনেই ভড়কে গেলেন বন্ধু সিদ্ধার্থ পিটানি!
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No