সুশান্তের স্মৃতিতে রাস্তা, ভাইরাল ভিডিয়ো

সুশান্তকে মনে রাখতেই তাঁর স্মৃতিতে তৈরি করা হয়েছে রাস্তা

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 11, 2020, 12:05 PM IST
সুশান্তের স্মৃতিতে রাস্তা, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্তকে ভোলা যাবে না। সেই কারণে সুশান্তের স্মৃতিতে নামকরণ করা হল রাস্তার। বিহারের পূর্ণিয়া জেলার একটি রাস্তার নামকরণ করা হয়েছে সুশান্তের স্মৃতিতে। স্থানীয় পুরপ্রধান সবিতা দেবী জানান, সুশান্ত তাঁদের ঘরের ছেলে। তাই সুশান্তকে মনে রাখতেই তাঁর স্মৃতিতে তৈরি করা হয়েছে রাস্তা।

দেখুন ভিডিয়ো...

 

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে দাবি জানাতে শুরু করেছেন নেট জনতার একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার মহারাস্ট্র সরকারের কাছেও সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করেন নেট নাগরিকরা। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার গল্প অনেক আগে থেকেই সাজানো ছিল বলেও অনেকে অভিযোগ করছেন।

আরও পড়ুন : 'আগে থেকেই সাজানো ছিল আত্মহত্যার গল্প', সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে প্রয়াত অভিনেতার পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

.