কেউ দায়ী নয়, পরিস্থিতির চাপেই বিচ্ছেদ: সুজানে
বিচ্ছেদের কথা আগেই জানিয়েছিলেন হৃতিক। কোনও কারণ না জানালেও জল্পনা চলছিল সুজানের সঙ্গে অর্জুন রামপালের ঘনিষ্ঠতার কারণেই নাকি বিয়ে ভেঙে যাচ্ছে তাঁদের। যদিও সুজানে জানালেন, বিচ্ছেদের জন্য কাউকে দায়ী করা উচিত নয়।
বিচ্ছেদের কথা আগেই জানিয়েছিলেন হৃতিক। কোনও কারণ না জানালেও জল্পনা চলছিল সুজানের সঙ্গে অর্জুন রামপালের ঘনিষ্ঠতার কারণেই নাকি বিয়ে ভেঙে যাচ্ছে তাঁদের। যদিও সুজানে জানালেন, বিচ্ছেদের জন্য কাউকে দায়ী করা উচিত নয়।
বুধবার ১৯০, বান্দ্রায় সীমা খান ও মহিপ কপূরের সঙ্গে নিজের বুটিকের উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়েন সুজানে। বলেন, "এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না। কাউকে দায়ী করা খুবই দুঃখজনক। আমরা ভাল বন্ধু। কাজেই কাউকেই দায়ী করা উচিত্ নয়। কোনও কারণ ছাড়াই অনেক সময় পরিস্থিতির চাপে এরকম সিদ্ধান্ত নিতে হয়।" তবে সুজানে কাউকে দায়ী না করলেও শোনা যাচ্ছে হৃতিকের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতাই বিচ্ছেদের কারণ।
গত ১৩ ডিসেম্বর ফেসবুকে নিজের আর সুজানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেছিলেন হৃতিক। চার বছরের সম্পর্কের পর ২০ ডিসেম্বর, ২০০০ গাঁটছড়া বাঁধেন হৃতিক-সুজানে। রেহান (৭) ও রিধান (৫) দুই সন্তান রয়েছে তাঁদের।