নতুন প্রেম? ভালবাসার মানুষ খুঁজে পেলেন স্বস্তিকা!

ইনস্টাগ্রামে শেয়ার করেন সেই ছবি

Updated By: Sep 24, 2018, 06:30 PM IST
নতুন প্রেম? ভালবাসার মানুষ খুঁজে পেলেন স্বস্তিকা!

নিজস্ব প্রতিবেদন : নতুন করে ভাললাগা এবং ভালবাসার মানুষ খুঁজে পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়? নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেন টলিউডের অন্যতম ডাকসাইটে অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

আরও পড়ুন : অনুপ জালোটার বান্ধবী জ্যাসলিন অন্তঃস্বত্তা? খবর পেয়ে জোর করে গর্ভপাত?

নতুন করে কার সঙ্গে ডেট করছেন স্বস্তিকা, তা নিয়ে টলি পাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। সৃজিত থেকে সুমন কিংবা পরমব্রত, এক এক সময় এক একজনের সঙ্গে নাম জড়িয়েছে টলিউডের এই সুন্দরী নায়িকার। যা নিয়ে কম জল্পনা হয়নি। বিতর্কও শুরু হয়েছে বিভিন্নভাবে। সবকিছু মিলিয়ে, টলি ‘কুইন’ স্বস্তিকা কিন্তু প্রায় সব খবরের শিরোনামে।

আরও পড়ুন : সব 'চরিত্রহীন'? উদ্দাম যৌনতা, বাঙালি অভিনেতাদের এই রূপ দেখেছেন!

দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

কখনও ‘ভূতের ভবিষ্যত’-এ কদলীবালা হয়ে দর্শকদের নজর কেড়েছেন। আবার কখনও ‘দুপুর ঠাকুরপো’-র উমা বৌদি হয়ে ঝড় তুলেছেন দেওরদের হৃদয়ে। আবার কখনও ‘সাহেব বিবি গুলাম’-এ তাঁর তুখোড় অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। আর এবার সেই স্বস্তিকা মুখোপাধ্যায় কার কাধে মাথা রেখে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

.