Swastika : ব্যক্তিগত জীবনে ব্রা না পরে কোনও ছবি দিলাম, কারোর অপছন্দ হলে দায় আমার নয় : স্বস্তিকা

 ''আমার স্তন, কিংবা আমার শরীরের কোনও অঙ্গ, সেটাকে ব্যক্তিগতভাবে যেভাবে খুশি মেলে ধরব, তা নিয়ে কারোর কোনও অসুবিধা হলে দায় আমায় নয়।''

Swastika : ব্যক্তিগত জীবনে ব্রা না পরে কোনও ছবি দিলাম, কারোর অপছন্দ হলে দায় আমার নয় : স্বস্তিকা

অনসূয়া বন্দ্যোপাধ্যায়​ : বিষয় যখন 'Body Shaming', তখন সে বিষয়ের মুখোমুখি হননি, এমন মহিলা প্রায় নেই বললেই চলে। বাড়ি, অফিস তো রয়েছেই, আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ নারী থেকে সেলিব্রিটি, সকলকেই প্রায়দিন 'Body Shaming-এর মুখোমুখি হতে হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ও তা থেকে বাদ পড়েননি। Zee ২৪ ঘণ্টায় স্বস্তিকার সঙ্গে 'শ্রীমতী' ছবিটি নিয়ে আলোচনা পর্বে উঠে এল সেই একই বিষয়।  সাফ জানালেন, ''আমার স্তন, কিংবা আমার শরীরের কোনও অঙ্গ, সেটাকে ব্যক্তিগতভাবে যেভাবে খুশি মেলে ধরব, তা নিয়ে কারোর কোনও অসুবিধা হলে, দায় আমায় নয়। কোন পোশাক পরব, তা আমিই ঠিক করব।''

আলোচনা প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ''কোনও পাবলিক ফিগার সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করলে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। অনেক বেশি আঙুল ওঠে। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি নানান কিছু পোস্ট করি। সেটা কোনও সেমিনার, কোনও ছবি বা কোনও বক্তব্য হতে পারে। আমার মনে হয়, আমি সাহস করে কিছু পোস্ট করলে, বা কোনোও বক্তব্য রাখলে সেটা সাধারণ কোনও মহিলাকে অনুপ্রাণিত করতে পারে।'' 

আরও পড়ুন-Nayanthara-Vignesh : বিয়ের পরই বিতর্কে, ক্ষমা চাইলেন নয়নতারা ভিগনেশ

প্রসঙ্গক্রমে স্বস্তিকা জানান, ''একবার সোশ্যাল মিডিয়াতে আমি একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে আমার স্তন নিয়ে নানান আলোচনা, কু-মন্তব্য উঠে এসেছিল। আমি বলেছিলাম, পেশায় যখন আমি একজন অভিনেত্রী, কিংবা গ্ল্যামার ওয়ার্ল্ডের কোনও ব্যক্তি, তখন সেখানে চরিত্রের প্রয়োজনে, দর্শকদের জন্য স্তনকে বা চেহারাকে যেভাবে তুলে ধরা দরকার, সেটা আমি করব। সেখানে আমি বডি সিমার লাগাতে পারি, প্যাডেড কিংবা পুশআপ ব্রা পরতে পারি। তবে আমার কাজ যেখানে শেষ হচ্ছে, ব্যক্তিগত জীবনে আমি ব্রা না পরে বা পরে, যেভাবে খুশি ছবি পোস্ট করতে পারি। আমার চেহারার কোনও অঙ্গ হয়ত কারোর অপছন্দ হতে পারে। আমার ব্যক্তিগত কিছু নিয়ে কারোর অসুবিধা হলে তার দায় আমার নয়।''  

'শ্রীমতী' ছবিতে দেখানো হবে, গৃহবধূকে কীভাবে 'বডি শেমিং'-এর মুখোমুখি হতে হচ্ছে। সেক্ষেত্রে স্বস্তিকার মত, শরীর নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি শুধু গৃহবধূরা নয়, বহু চাকুরীজীবী মহিলাদের মধ্যেও রয়েছে। শরীর নিয়ে, গায়ের রং নিয়ে কাজের জায়গা, রাস্তাঘাট সহ বহু জায়গাতেই মহিলাদের নানান কথা সম্মুখীন হতে হয়। আর তা নিয়ে বহু মহিলা নিজের মনের সঙ্গে নিজেই লড়াই করেন। আমার মনে হয়, বাইরের কারোর কথা না শুনে, আমি মানুষটা যেভাবে খুশি থাকব, সকলের সেভাবেই চলা উচিত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.