কঠিন সময়ের অস্ত্র, শুনুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র
শেখরের হাত ধরেই প্রকাশ পেয়েছে
নিজস্ব প্রতিবেদন : গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। চিনের ইউহান থেকে ইরান, ইতালি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা কোভিড ১৯-এর থাবা থেকে বাদ পড়ছে না বিশ্বের তাবড় দেশগুলি।
আরও পড়ুন : পরিবার থেকে 'বিচ্ছিন্ন', একা একাই দিন কাটছে জ্যাকি শ্রফের
করোনার সংক্রমণ ঘুম কেড়েছে ভারতেরও। দিনের পর দিন ধরে বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা সংক্রমণ থেকে বাঁচতে তাই পরপর লকডাউনের ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্রমণ রধ করতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়ে মানুষকে ঘরে থাকার আর্জি জানাচ্ছেন প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। করোনার জেরে যখন গোটা বিশ্ব জুড়ে থরহরি কম্প শুরু হয়েছে,সেই সময় মনকে শান্ত করতে শুনুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
শুনুন...
সঙ্গীত পরিচালক শেখর রাভজিয়ানির হাত ধরে এবার প্রকাশ পেল টি সিরিজের নতুন প্রচেষ্টা। ১৩ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে শেখরের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। অস্থির সময়ে মনকে শান্ত করতেই এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রকে নতুন মোড়কে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে টি সিরিজ।