Nora Fatehi : নোরার নিতম্বে স্পর্শ! তীব্র নিন্দার মুখে নীরবতা ভাঙলেন টেরেন্স লুইস...
লুইস বলেন, 'বিষয়টা খুবই সাধারণ, ঘটনাক্রমে ঘটে গিয়েছিল, কেন এটাকে জটিল করা হচ্ছে বুঝতে পারছি না।' তাঁর কথায়, 'ওইদিন শোয়ে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী শোয়ে উপস্থিত ছিলেন। গীতা কাপুর, আমি এবং নোরা বিচারক হিসাবে শোয়ে উপস্থিত ছিলাম। সেসময় মালাইকার কোভিড পজিটিভ হওয়ায়, ওঁর জায়গায় নোরা এসেছিল। গীতা কাপুর বলেছিলেন, শত্রুঘ্ন সিনহা শোয়ে ঢুকলেই আমাদের তাঁদেরকে স্বাগত জানাতে হবে। হঠাৎকরে গীতার মনে হয় মাথা নত করে অর্ভ্যথনা জানানো উচিত। উনি যেটা করেন, আমরাও তাঁকে অনুসরণ করি। বিষয়টা কীভাবে ঘটেছিল জানি না। আমি আদৌ নোরাকে স্পর্শ করেছিলাম কিনা মনে করতে পারছি না।'
Nora Fatehi, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : 'কিছু ঘটনা ঘটে যায়। তবে যা কিছুই ঘটেছে সেটা কোনওভাবেই ইচ্ছাকৃত নয়।' নোরা ফতেহিকে অশালীনভাবে স্পর্শ করার ঘটনায় নিন্দার মুখে নীরবতা ভাঙলেন ডান্স কোরিওগ্রাফার টেরেন্স লুইস। ভিডিয়োটি যদিও গতবছরের। 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার'-শো থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। সেখানে নোরার নিতম্বে অশালীনভাবে স্পর্শ করতে দেখা যাচ্ছে টেরেন্স লুইসকে। আর তাতে টেরেন্সকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। ব্যক্তিগতভাবেও অনেকে মেসেজ করে ঘৃণা প্রকাশ করেন বলেও জানান টেরেন্স লুইস।
সম্প্রতি মণীশ পালেন পডকাস্ট শোয়ে গিয়েছিলেন টেরেন্স লুইস। সেখানেই আবারও একবার উঠে আসে নোরাকে স্পর্শ করার প্রসঙ্গ। টেরেন্স লুইস বলেন, 'বিষয়টা খুবই সাধারণ, ঘটনাক্রমে ঘটে গিয়েছিল, কেন এটাকে জটিল করা হচ্ছে বুঝতে পারছি না।' তাঁর কথায়, 'ওইদিন শোয়ে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী শোয়ে উপস্থিত ছিলেন। গীতা কাপুর, আমি এবং নোরা বিচারক হিসাবে শোয়ে উপস্থিত ছিলাম। সেসময় মালাইকার কোভিড পজিটিভ হওয়ায়, ওঁর জায়গায় নোরা এসেছিল। গীতা কাপুর বলেছিলেন, শত্রুঘ্ন সিনহা শোয়ে ঢুকলেই আমাদের তাঁদেরকে স্বাগত জানাতে হবে। হঠাৎকরে গীতার মনে হয় মাথা নত করে অর্ভ্যথনা জানানো উচিত। উনি যেটা করেন, আমরাও তাঁকে অনুসরণ করি। বিষয়টা কীভাবে ঘটেছিল জানি না। আমি আদৌ নোরাকে স্পর্শ করেছিলাম কিনা মনে করতে পারছি না।'
আরও পড়ুন-'হাঙ্গামা' করতে জোট বাঁধছেন বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী, ব্যাপারটা কী!
আরও পড়ুন-পুনমের শরীরী পাকে আটকে করণ, নেটপাড়ায় 'গেল গেল রব...'
টেরেন্স আরও বলেন, 'এই তো দুই সপ্তাহ আগেও একটা শোতে নোরা আমাকে ওঁর সঙ্গে নাচ করার জন্য ডাকলো। চারিদিকে যেখানে ক্যামেরা রয়েছে, সেখানে কেন আমি এমন কাজ করব? কারোর সঙ্গে এধরনের কাজ করার কথা ভাবতেও পারি না। বিষয়টা খুবই সাধারণ, হয়ত হাত লেগে গিয়েছে। তবে ভিডিয়োটি জুম করে এমনভাবে বানানো হয়েছে যাতে সত্যি মনে হয়। ভিডিয়োতে এফেক্ট দেওয়া হয়েছে সেটা স্পষ্ট। খুবই নোংরামো এটা। এটা ছড়িয়ে পড়ার পর আমাকে খুবই অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। এটা নিয়ে নোরার সঙ্গেও আমি কথা বলেছি। ও এমনকিছু মনে করতে পারছে না।'
টেরেন্সের কথায় 'আমি বহুবার নোরার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নেচেছি, তখন শুধু নাচের দিকেই মন থাকে। বিশ্বের আর অন্য কোনও কিছুই মাথায় থাকে না আমাদের।'