নওয়াজের ওপর উঠে সেক্স করো, পরিচালকের নির্দেশ শুনে চটে সিনেমা ছাড়লেন চিত্রাঙ্গদা

ছবির তখন এক উত্তেজক দৃশ্যের শ্যুটিং চলছে। দৃশ্যে দেখানো হচ্ছে নায়িকাকে জোর করে খাটে এনে ফেললেন নায়ক। কিন্তু পরিচালক ফার্স্ট টেকে খুশি হলেন না। জোরে চেঁচিয়ে পরিচালক নায়িকাকে বলেন, 'তুমি নায়কের ঘাড়ে উঠে সেক্স করো।' ব্যস, তাতে চটে গেলেন নায়িকা। বললেন, 'এটা একজন মহিলাকে অপমান করা।'

Updated By: Jun 13, 2016, 06:37 PM IST
নওয়াজের ওপর উঠে সেক্স করো, পরিচালকের নির্দেশ শুনে চটে সিনেমা ছাড়লেন চিত্রাঙ্গদা

ওয়েব ডেস্ক: ছবির তখন এক উত্তেজক দৃশ্যের শ্যুটিং চলছে। দৃশ্যে দেখানো হচ্ছে নায়িকাকে জোর করে খাটে এনে ফেললেন নায়ক। কিন্তু পরিচালক ফার্স্ট টেকে খুশি হলেন না। জোরে চেঁচিয়ে পরিচালক নায়িকাকে বলেন, 'তুমি নায়কের ঘাড়ে উঠে সেক্স করো।' ব্যস, তাতে চটে গেলেন নায়িকা। বললেন, 'এটা একজন মহিলাকে অপমান করা।'

নায়িকাটি হলেন চিত্রাঙ্গদা সিং। ছবির নাম 'বাবুমশাই বন্দুকবাজ'। পরিচালক কুশন নন্দী। নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকি।

পরিচালকের ওপর রেগে গিয়ে চিত্রাঙ্গদা বললেন, কী করে আপনি চেঁচিয়ে সবার সামনে এই কথাটা বলতে পারলেন! কুশন জবাবে বলেন, ঠিক আছে ভিতরে এসো বলছি। চিত্রাঙ্গদা কথাটা শুনে আরও রেগে যান। এরপর ছবির নায়িকা বলেন, "সবাই তো শুনেই নিয়েছে। নিজেকে তুমি কীভাবো কুশন?"

এই ঘটনার পরই সেট ছেড়ে চলে যান চিত্রাঙ্গদা। পরে বন্ধু তথা ছবির নায়ক নওয়াজকে ফোন করে চিত্রাঙ্গদা জানিয়ে দেন, তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না। পরে চিত্রাঙ্গদার জায়গায় এই চরিত্রের জন্য সাওয়ারা ভাস্করকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু 'রঞ্ঝনা', 'তন্নু উইডস মন্নু'-র মত সিনেমায় অভিনয় করা সাওয়ারা এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন।

এই অ্যাকশন থ্রিলার সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিত্‍ চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, রূপা গাঙ্গুলিরাও।

.