কার্তিকের বাবাকে লজ্জায় ফেলে দিলেন ভারতী,মাথা নীচু করে বসে রইলেন অভিনেতার বাবা
কপিল শর্মার শোয়ে হাজির হন কার্তিক, সারা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![কার্তিকের বাবাকে লজ্জায় ফেলে দিলেন ভারতী,মাথা নীচু করে বসে রইলেন অভিনেতার বাবা কার্তিকের বাবাকে লজ্জায় ফেলে দিলেন ভারতী,মাথা নীচু করে বসে রইলেন অভিনেতার বাবা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/18/235151-kkk.jpg)
নিজস্ব প্রতিবেদন : কপিল শর্মার শোয়ে হাজির হয়ে কার্তিক আরিয়ান এবং তাঁর বাবা-মাকে লজ্জায় ফেলে দিলেন ভারতী সিং।
কপিলের শোয়ে হাজির হয়ে কার্তিক আরিয়ানের বাবা মণীশ তিওয়ারিকে নিয়ে মজা করতে শুরু করেন ভারতী সিং। শুধু তাই নয়, কার্তিকের বাবার সঙ্গে এক সময় তাঁর সম্পর্ক ছিল বলেও দাবি করেন কমেডি কুইন। যদিও পুরোটা মজার ছলেই। তবে ভারতী সিংয়ের মজার চোটে লজ্জা পেয়ে যান বলিউড অভিনেতার মা। চোখ নামিয়ে হাসতে শুরু করেন তিনি। কপিলের শোয়ের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা বাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : ভুল তথ্য ছড়ানোয় বিষাক্ত হয়ে যাচ্ছে ব্যক্তিগত জীবন, নেহার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হিমাংশ
সম্প্রতি মুক্তি পায় পরিচালক ইমতিয়াজ আলির সিনেমা লভ আজকাল-এর পার্ট টু। এই সিনেমায় সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কার্তিক আরিয়ান।
শোনা যায়, লভ আজকাল পার্ট টু-এর শ্যুটিংয়ের জন্যই নাকি একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখছেন সারা-কার্তিক। কারণ এই সিনেমার শ্যুটিংয়ের আগেই সইফ-কন্যার সঙ্গে কার্তিক আরিয়ানের বিচ্ছেদ হয়ে যায় বলে খবর পাওয়া যায়।